কবিতা / ২৪-০৬-২০২১ |®শিরোনাম ঃ এখন সময় সৃজনে ঃ গোপেশ রায় । ॰॰॰
সারাদিন মন্ত্রপাঠ করেছি, শুধু চোখ খুলে দেখিনিঅতীত কথা, আমার বিগত ইতিহাস
যারা অল্প স্বল্প জমি-জমাতে সন্তুষ্ট ছিলো, তারাইধর্মকারায় নিজেকে বন্দী করে ফুল পাড়ে
অজস্র বাক্যাল…
কবিতা / ২৪-০৬-২০২১ |®
শিরোনাম ঃ এখন সময়
সৃজনে ঃ গোপেশ রায় ।
॰॰॰
সারাদিন মন্ত্রপাঠ করেছি, শুধু চোখ খুলে দেখিনি
অতীত কথা, আমার বিগত ইতিহাস
যারা অল্প স্বল্প জমি-জমাতে সন্তুষ্ট ছিলো, তারাই
ধর্মকারায় নিজেকে বন্দী করে ফুল পাড়ে
অজস্র বাক্যালাপে থমকে দাঁড়ায় এগিয়ে যাবার গতি ,
শৃঙ্খল পরে রাজবাসরে রবীন্দ্রসঙ্গীত গায়
বৃত্তান্তে দীর্ঘ হয় যাপন যাত্রার কৈশোর যৌবন
মাথা নাড়ে উদাস বাউল বাজায় মন্দিরা
আসে পড়ন্ত সময় বাজে বীণ আহির ভৈরব
মাপকাঠির বৈঠক হয় হিসেব নিকেশ ।
॰॰॰
©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব ৷ ভারতবর্ষ ৷
তারিখ ঃ ২৪-০৬-২০২১|®