Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা #বিভাগ_কবিতা #শিরোনাম_কলঙ্ককথা #লিখনে_বীরেন_আচার্য্য #১লা_জুন_২০২১ 
কলঙ্ককথা ------------ভাবনার দুয়ারে নতজানু অসহায় কলম, দখিনা পবন আসে শ্লোগান তুলে ; বিবর্ণপ্রায় ফ‍্যাকাসে মানবতার পাতা স্বাধীনতা ম্লান হেসে…

 


#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা 

#বিভাগ_কবিতা 

#শিরোনাম_কলঙ্ককথা 

#লিখনে_বীরেন_আচার্য্য 

#১লা_জুন_২০২১ 


কলঙ্ককথা 

------------

ভাবনার দুয়ারে নতজানু অসহায় কলম, 

দখিনা পবন আসে শ্লোগান তুলে ; 

বিবর্ণপ্রায় ফ‍্যাকাসে মানবতার পাতা 

স্বাধীনতা ম্লান হেসে বলে - ওঠ্ রে কলম !

আমার অশ্রু দিয়েই লেখ যুগের কলঙ্ককথা। 

রূপালী চাদরে ঢাকে রাতের অন্ধকার 

কলঙ্ক ছড়িয়েই তো চাঁদ হাসে গগনে ; 

মানব কলঙ্কে- বিচার রাজনৈতিক পালঙ্কে 

গণতন্ত্র ছেঁড়া চাদরে ঢাকে খুবলে খাওয়া

বহু চর্চিত সতীর সতীত্বহীন দেহ । 

কলম রে ! তুই যুগের একমাত্র অবলম্বন; 

মন পরাশর করে কেলি সত‍্যবতী সনে 

দ্বৈপায়ন লভে জন্ম যমুনার দ্বীপে -

দুর্যোধনের অট্টহাসি,দুঃশাসনের নির্লজ্জতা 

দ্রৌপদীর কাপড় খোলে দিনে রাতে । 

পরাধীনতার কলঙ্ককথায় সেদিন কেঁদেছিল প্রাণ, 

আজ স্বাধীনতা কাঁদে স্বাধীনতা হীনতায় ; 

যুগের কলঙ্ককথায় রবি ডোবে বদরিকাশ্রমে- 

কলম রে ! স্বাধীনতার অশ্রু দিয়ে মন-ব‍্যাস কি 

লিখবে না কলঙ্কহীন কলঙ্ক কথা একবার ?


             -----------×----------