Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক সেরা কলম সন্মাননা#বিভাগ - কবিতা#বিষয় - উন্মুক্ত#শিরোনাম - আড়াল কেনো#কলমে - ইলা চক্রবর্তী#তারিখ - 01/06/2021
আড়াল করে  লাভ কি বলো রোদের ছটা বলে,ছিলাম আমি তাইতো এমন মেঘের খেলা চলে।
তুমি শুধু অশ্রু ঝরাও বৃষ্টি হয়ে ঝরে,চাইনা…

 


#দৈনিক সেরা কলম সন্মাননা

#বিভাগ - কবিতা

#বিষয় - উন্মুক্ত

#শিরোনাম - আড়াল কেনো

#কলমে - ইলা চক্রবর্তী

#তারিখ - 01/06/2021


আড়াল করে  লাভ কি বলো রোদের ছটা বলে,

ছিলাম আমি তাইতো এমন মেঘের খেলা চলে।


তুমি শুধু অশ্রু ঝরাও বৃষ্টি হয়ে ঝরে,

চাইনা তবু আসো তুমি বারে বারে ফিরে।


শ্রাবণ তো নয় তুমি আমার চোখের জলের প্লাবন,

আর কত রাত কাটবে আমার কেঁদে কেঁদে এমন।

 

ভাঙ্গছে দেয়াল ভাঙ্গছে  এ মন সুখের ঘরে চুরি,

রোদের ছোঁয়ায় মেঘ বালিকা গেলো যে আজ উড়ি।


অভিমানী মেঘের রাণী রোদের সাথে আড়ি,

রোদ বলে যে দিয়ে গেলাম রামধনু এক শাড়ী।


রাগ অনুরাগ মিটলো এবার বলছে কানে কানে,

ভাসছি দেখো আমরা দুজন ভালোবাসার টানে!


বন্ধু তুমি বুঝলে নাকি এমন জীবন আসে,

দুঃখের পরে সুখ যেন পড়ছে ঝরে শেষে!

 

আবেগ টুকু থাকনা তবু তোমার হৃদয় তলে,

সবকিছু থাক আগের মত,

 মন যে আমার এখনও সেই আপন মনে চলে।


তোমার নামে উড়ো চিঠি দিলাম আকাশ জুড়ে,

মেঘের রানীর গাল ছুঁয়েছে রোদ যে আদর করে!


এমন কেনো রাগ করছিস কি হয়েছে বল?

আদর করে ঠোঁট ছোঁয়াবো  আমার সাথে চল।