Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিশু ছড়া ০২ছড়া- বায়না প্রচেষ্টায় -মৃগাঙ্ক মন্ডলতাং- ১১/০৬/২০২১
সকাল বেলা চাঁদ দেখবেধরলো খুকি বায়না,মা এসে তাই ধরলো তুলেমুখের পরে আয়না৷
ঠোঁট ফুলিয়ে কাঁদছে খুকি ছুড়ে হাতের গয়না,এর মাঝেতো চাঁদের মুখমোটেই দেখা যায় না৷
মুচকি হেসে বললো ম…



 শিশু ছড়া ০২

ছড়া- বায়না 

প্রচেষ্টায় -মৃগাঙ্ক মন্ডল

তাং- ১১/০৬/২০২১


সকাল বেলা চাঁদ দেখবে

ধরলো খুকি বায়না,

মা এসে তাই ধরলো তুলে

মুখের পরে আয়না৷


ঠোঁট ফুলিয়ে কাঁদছে খুকি 

ছুড়ে হাতের গয়না,

এর মাঝেতো চাঁদের মুখ

মোটেই দেখা যায় না৷


মুচকি হেসে বললো মায়ে 

ওরে সোনার ময়না

তুই যে চাঁদ আমার কাছে 

সোনায় গড়া গয়না৷


আকাশ মাঝে চাঁদ সে মাগো

দিনের শেষে আসে,

মেঘমালায় তখন যে মা

মুচকি হাসি হাসে৷


আদর আর সোহাগ করে

মধুর হাসি হেসে,

লতার মতো আগলায় সে

মাকে ভালোবেসে৷


দেখবো তবে চাঁদ মামাকে

আজি দিনের শেষে,

পুতুল খেলা খেলি এখন

তোমার সাথে বসে৷