Page Nav

HIDE

Post/Page

May 23, 2025

Weather Location

Breaking News:

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা ( 29/6/21)===============বিভাগ - গদ্য কবিতা==============
কেমন আছো তুমি...*******************কিছু ভালোলাগাবলে বোঝানো যায় না।  উপযুক্ত শব্দই তৈরী হয় নি,বলা যায় অভিধান অচল!তবু বোঝা যায়একটা রসায়ন চলছেদুটি আনমনা…

 


দৈনিক প্রতিযোগিতা ( 29/6/21)

===============

বিভাগ - গদ্য কবিতা

==============


কেমন আছো তুমি...

*******************

কিছু ভালোলাগা

বলে বোঝানো যায় না।

  উপযুক্ত শব্দই তৈরী হয় নি,

বলা যায় 

অভিধান অচল!

তবু বোঝা যায়

একটা রসায়ন চলছে

দুটি আনমনা মনে।

অনেকটা...

ঝড়ে উড়ে আসা 

অচেনা ফুলের পাপড়ির মতো,

অনেকটা...

ভিজে চুলের ঝাপটায় লুকোনো 

জলবিন্দুর মতো,

হয়তো 

অনেকটা ...

অভিমানের চাউনিতে ফুটে ওঠা

প্রতিবিম্বের মতো!

কখনো কখনো

অস্ত সূর্যের জাফরানের এক ছিটের মতো!

মিলিয়ে গেলেই

মনটা মুচড়ে ওঠে অব্যক্ত যন্ত্রনায়!

যাকে

 খুঁজে নিতে হয়

নিজের মনের সমান তরঙ্গ দিয়ে!

তবু

এই সংজ্ঞা বিহীন ভালোলাগা

যদি

'ভালোবাসা' আখ্যা পায়,

সে ভালোবাসা

মনকেমণের পৈঠায় বসে

ডাক দেয় গভীর ভাবে

নিস্তব্ধ ভাষায়!

তার চাওয়া খুবই অল্প

শুধু খোঁজ রাখা 

"কেমন আছো তুমি ?

ভালো আছো তো?"...


দেবযানী

29/6/21