।। পরিযায়ী পাখি।।।। সুনির্মল বসু।।
মেঘলা আকাশ, সবুজ অরণ্য, থমকে থামা প্রকৃতিলোক, দূর আকাশে ডানা মেলে ক্লান্ত পাখি,কত দেশ দেশান্তর দেখা হল, কত গ্লানি অপমান,না চাইতে কত অপ্রত্যাশিত ভালোবাসা এলো,সুখ-দুঃখের আকাশ পেরুতে পেরুতে কত পথ প…
।। পরিযায়ী পাখি।।
।। সুনির্মল বসু।।
মেঘলা আকাশ, সবুজ অরণ্য, থমকে থামা প্রকৃতিলোক, দূর আকাশে ডানা মেলে ক্লান্ত পাখি,
কত দেশ দেশান্তর দেখা হল, কত গ্লানি অপমান,
না চাইতে কত অপ্রত্যাশিত ভালোবাসা এলো,
সুখ-দুঃখের আকাশ পেরুতে পেরুতে কত পথ পেরিয়ে গেল,
কষ্ট দুঃখ এখন আর হৃদয় ছোঁয় না, বড় মায়াময় এই পৃথিবী, কান্নাগুলো একদিন সুখের ফুল হয়ে ফুটে ওঠে,
দুঃখে চোখে জল আসে, সুখেও আজকাল বড় কান্না পায় পাখিটার, এত মায়া জড়ানো এই বিশ্বলোক, এখন হৃদয়ে হৃদয়ে শুধু ভালোবাসার কথা হোক,
আকাশটা এত বড়, কত তার বর্ণ বাহার, পাহাড় নদী বন্দর শহর মফস্বল পেরুতে পেরুতে কত দিবস রাত্রির অবসান হলো,
তবুতো চলাই জীবন, দুঃখ কষ্ট ভুলে গিয়ে পৃথিবীর কত আলো হৃদয় ভরালো,
থমকে থামা আকাশ,উতরোল নদী, গিরিশিখর, ভঙ্গিল উপত্যকা, ঝর্না ও স্রোতস্বিনী একই গতিতে বয়ে চললো,
দেখা তো অনেক হলো, অনেক তো জানা হলো,
প্রিয় প্রসঙ্গ স্মৃতিতে রইলো, অপ্রিয় প্রসঙ্গ বিস্মৃতিতে গেল,
নিঃসঙ্গ পাখি এ আকাশ থেকে ও আকাশ, সীমা থেকে অসীমে উড়ে চললো,
আকাশকে বললো, বহু বেদনায় জীবনকে জেনেছি আমি, তবুও বাতাসে ভাসবো, যতক্ষণ না জীবন অস্তগামী,
তারার আলোর মালা পরা রাত, দূর আকাশে মায়াময় চাঁদ, জ্যোৎসনা ধোওয়া ভালোবাসার মুখ
আমার ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে, ভগ্ন প্রাসাদ, গম্বুজের চূড়ো আমার ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে, নগরে বন্দরে, শহরে মফস্বলে, অরণ্য বীথিতে, বনজ্যোৎস্নায় আমার ভালোবাসার কথামালা রেখে যাবো, পায়ের চিহ্ন মুছে গেলেও, পথ থাকবে, মানুষ মুছে গেলেও, স্মৃতি থাকবে, কথা থাকবে, মায়া থাকবে, নির্জন অন্ধকারে ভালোবাসা হেঁটে বেড়াবে, জলের শব্দে থাকবে জীবনের মন্দ্রিত বাণী,
আজকাল সুখ-দুঃখ সবেতেই চোখে জল আসে পাখিটার, বড় মায়া ভরা এ সংসার,
দূর আকাশের পানে আকাশের কক্ষপথে সে ডানা মেলে, ওড়াই জীবন, অভিজ্ঞতাই জীবনের সঞ্চয়,
শেষ পর্যন্ত কি থাকে জীবনে,
শেষ পর্যন্ত কোন্ সে স্বর্ণ কমল সঞ্চয়,
আকাশ থেকে আকাশে ওড়ার মধ্যে সে পেয়ে যায়,
জীবনে বেঁচে থাকার সুষমা,
বলে, বাঁচো বাঁচো বাঁচো, হে গরীব দুঃখী মানুষ, হে সরল ঈশ্বরের সন্তান, ভালোবেসে বাঁচো,
স্বার্থপরতা তো অনেক হলো,
সরলতায় বাঁচো, বিশ্বাসে বাঁচো, প্রেমে বাঁচো,
পরিযায়ী পাখিটা এখন ঝড় বৃষ্টি, ঝঞ্ঝাবিক্ষুব্ধ আকাশ পেরিয়ে, ভালোবাসা আনবার জন্য আকাশ থেকে মহাকাশে পেলব ডানা মেলে ভেসে চললো,
পরিযায়ী পাখিটার এই ভ্রাম্যমান দিনলিপি পৃথিবী শুদ্ধ মানুষের জানা ছিল না।