Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মারাত্মক হাস্যকর
আগামীকাল তো আমি নারী ই থাকবযেমন ছিলাম গতকাল এবং বাকি জীবন১ মাইক্রো সেকেন্ডেরও কম সময়েতোমার জিভ উচ্চারণ করল"শুভ আন্তর্জাতিক নারী দিবস !"কলকাতার মাংসভাত দৃশ্যে সত্যি গর্বিত !
প্রশ্ন থেকে যায় গতকাল যে নটিআজ …

 


মারাত্মক হাস্যকর


আগামীকাল তো আমি নারী ই থাকব

যেমন ছিলাম গতকাল এবং বাকি জীবন

১ মাইক্রো সেকেন্ডেরও কম সময়ে

তোমার জিভ উচ্চারণ করল

"শুভ আন্তর্জাতিক নারী দিবস !"

কলকাতার মাংসভাত দৃশ্যে সত্যি গর্বিত !


প্রশ্ন থেকে যায় গতকাল যে নটি

আজ কি সে বিনোদিনী হল ?

নাবালিকাও পোশাক খুলতে বাধ্য--

চড়া মূল্যে কৌমার্য যায় বিকিয়ে 


খামতি দু'পক্ষে বা কোনও পক্ষেরই নয়

এখানে গণিত অসমীকরণ সমাধান হয়না


আমরা কেবল সাজঘরে ব্যস্ত

 আগুন্তি ফেনায় স্নান সেরে দাগ ধুয়ে

কলঘর থেকে বেরিয়ে জানতে চাই 

আর কত সংখ্যা বাড়ালে অংকটা মিলবে?


(কলকাতা)


©Sonali Mandal Aich