Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- এলো বরষাকলমে- সঞ্জয় কুমার পালতারিখ-১৭/০৬/২০২১ ইংরেজী।======================গগণে মেঘের ভেলা এলো বরষাগ্রীষ্মের ত্রাস শেষে মনে ভরসা।
জ্যৈষ্ঠের দাবদাহে ত্রাহি ত্রাহি ভাবআষাঢ়ের আগমনে কাটলো সে ভাব।
বরষার বারি ধা…সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- এলো বরষা

কলমে- সঞ্জয় কুমার পাল

তারিখ-১৭/০৬/২০২১ ইংরেজী।

======================

গগণে মেঘের ভেলা এলো বরষা

গ্রীষ্মের ত্রাস শেষে মনে ভরসা।


জ্যৈষ্ঠের দাবদাহে ত্রাহি ত্রাহি ভাব

আষাঢ়ের আগমনে কাটলো সে ভাব।


বরষার বারি ধারা রিমঝিম শব্দ

পানির আকাল নেই অনায়াস লব্ধ।


গ্রীষ্মের দাবদাহে জরাজীর্ণ উদ্ভিদ

বর্ষার নবীন মেঘে, জেগে উঠে ভরে হৃদ।


প্রেমিক প্রেমিকা জুটি বৃষ্টিতে ভিজছে

জীর্ণ প্রকৃতি যেন নব সাজে সাজছে।


সতেজ হয়ে উঠে ফসলের যতো মাঠ

কৃষকের মুখে হাসি, তরী বাধা সব ঘাট।


ভাবুক আছেন যতো লেখক- কবিরা

আনমনে লিখে যান ভেসে উঠে ছবিরা।


বরষা নিয়ে আছে যতো গান কবিতা

আর কোন ঋতু নেই, যার আছে ততোটা।


ভেজা বরষাতেও সংস্কৃতি চলমান

গ্রামে গ্রামে চলে রাতে সঙ্গীত, পালাগান।


জামরুল, লটকন, কামরাঙ্গা, পেয়ারা

বর্ষার প্রিয় ফল আমড়া ও জাম্বুরা।


কামিনী কদম ছড়ায় শুরুতেই সৌরভ

বকুল, শাপলা আরো নানা ফুলের বৈভব।


নদী, নালা, খাল বিলে নানা মাছ সাতরায়

আমিষের চাহিদা অনায়াসে মিটে যায়।


বরষার দু'দিক আছে হাসি আর কান্না

কখনো ফসলে হাসি কখনো বা বন্যা।


সবকিছু মিলিয়ে বর্ষাই মনোরম

বর্ষার গান গাই, বর্ষায় ভরে মন।

             ************