Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মাটি আর গাছ --------------------------সুকান্ত দাস 
না, এই ক্ষয়া খর্বুটে মুখে ক্ষয়ে যাওয়া গাঢ় শঙ্খের কথা তোমার মুখে মানায় না এসো যুবতী আমার অস্থি মজ্জায় মিশে যাও কত কালকালান্তর বসে আছি তোমার প্রতীক্ষায় ছদ্মবেশে প্রাচীন বল্কলে আমাদে…

 


মাটি আর গাছ 

--------------------------

সুকান্ত দাস 


না, এই ক্ষয়া খর্বুটে মুখে ক্ষয়ে যাওয়া গাঢ় শঙ্খের কথা 

তোমার মুখে মানায় না 

এসো যুবতী আমার অস্থি মজ্জায় মিশে যাও 

কত কালকালান্তর বসে আছি তোমার প্রতীক্ষায় 

ছদ্মবেশে প্রাচীন বল্কলে 

আমাদের চারপাশে বাজতে থাকে স্লোগান, জলতরঙ্গ 

তবুও আজ খুব নিচু স্বরে বলি 

না, আমার সমর্পন সাজে না। 


এই চতুর্দর্শীর অন্ধকারে এমন শরীর সঙ্গহারা রক্তে বয়ে যায় 

আমার নিভৃত নিশ্বাস 

এতো ছোটো এই পৃথিবী 

তোমাকে রাখি কোথায়? 

নম্র ঘাসের মতো আমার ঘর বিষন্নের 

শরীরে ফুটে হলদে গোলাপ। 


না, আজ আর চোখে চোখে কথা নেই কোনো 

হাড়ের ভিতরে ধরে ঘুন, 

থামাও, বাঁধো এই তুখোড় সন্ন্যাসী দুঃখ 

হ্যাঁ তোমাকেই বলছি যুবতী 

এবার জলে লাগবে আগুন, পাথরে লাগবে ঢেউ 

তুমি মাটি তাই তোমাকেই বলি 

এবার তোমার বক্ষ চিরে 

বসাও আমার গাছ 

তুমি দেবে প্রাণ আর আমি দেবো শেফালী, টগর। 


---------------------------------------