Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগঃ- কবিতা শিরোনামঃ- উড়ন্ত শিখ কলমেঃ- উত্তম দত্ত তারিখঃ- ২০/০৬/২০২১=================খবরটা শুনেই বজ্রপাত হয়েছে আজ নেই উড়ন্ত শিখ আমাদের মাঝে,দেখেছিলাম চাক্ষুষ দুই বছর আগে আমার নিজ শহর শিলিগুড়িতে।
এসেছিলেন দৌড় …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগঃ- কবিতা 

শিরোনামঃ- উড়ন্ত শিখ 

কলমেঃ- উত্তম দত্ত 

তারিখঃ- ২০/০৬/২০২১

=================

খবরটা শুনেই বজ্রপাত হয়েছে 

আজ নেই উড়ন্ত শিখ আমাদের মাঝে,

দেখেছিলাম চাক্ষুষ দুই বছর আগে 

আমার নিজ শহর শিলিগুড়িতে।


এসেছিলেন দৌড় প্রতিযোগিতার উদ্ধোধন করতে

যা ছিল স্বপ্ন এতদিন ওনাকে দেখতে, 

তা হয়েছিল চাক্ষুষ আমার সেদিনে

দেখেছিলাম চাক্ষুষ আমার স্বপ্নের মানুষকে।


উড়ন্ত শিখ শিখিয়েছিলেন এ সমাজকে

প্রতিকূল অবস্থা মানে না কোনো বাঁধন কোনখানে, 

চাই নিজের মনের দৃঢ় শক্তি সবসময়ে

যে কোনো বাঁধা অবলীলায় মুক্ত হতে হবে সবসময়ে। 


আজ বলছি যার কথা এখানে 

উনি জন্মেছিলেন উনিশশো বত্রিশ সালে,

যে তারিখ ছিল নভেম্বরের কুড়ি তারিখে 

গত আঠারো জুন তারিখ থেকে উনি নেই আমাদের মাঝে। 


উনি আর কেউ নয় আমাদের এই সংসারে 

যিনি এনেছিলেন সম্মান এ দেশের এশিয়ান খেলাতে,

উনি মিলখা শিং বিখ্যাত খেলার জগতে 

জানাই শ্রদ্ধাঞ্জলি উড়ন্ত শিখকে ফেবুতে।