Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম--  বৃষ্টির অনুভূতি কলমে --  শান্তি দাসতারিখ--  ২৬/০৬/২০২১
কোন এক গোধূলি বেলায় পূর্ব আকাশে মেঘের মেলায়, মেঘ চলেছে আপন মনে মেতেছে নিজের খেলায়। কতকাল এমন সন্ধ্যয় মেঘের আনাগোনা দেখেছি, খোলা আকাশের দিকে ত…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম--  বৃষ্টির অনুভূতি 

কলমে --  শান্তি দাস

তারিখ--  ২৬/০৬/২০২১


কোন এক গোধূলি বেলায় পূর্ব আকাশে মেঘের মেলায়, 

মেঘ চলেছে আপন মনে মেতেছে নিজের খেলায়। 

কতকাল এমন সন্ধ্যয় মেঘের আনাগোনা দেখেছি, 

খোলা আকাশের দিকে তাকিয়ে শুধু ভাবছি আর ভাবছি। 


এদিক থেকে ওদিক মেঘ ছুটে চলছে দিক দিগন্তে, 

সূর্যকে আড়াল করে মেঘেরা ঘুরছে অপর প্রান্তে। 

কখনো আঁধার কখনো আলো যেন মেঘ বৃষ্টির খেলা, 

আকাশ জুড়ে মেঘ জমেছে বসেছে যেন মেঘের মেলা। 


ঋতু পরিবর্তনে ঘুরে এই প্রকৃতির রূপ, 

ছয় ঋতুর আবর্তন ঘুরে ঘুরে  প্রকৃতির সৌন্দর্য অপরূপ। 

কখনো সূর্যের তাপদাহে সবার মনে মেঘের আকুতি, 

আবার কখনো মেঘে ঘর্ষণে বৃষ্টি ঝরে ছাড়খার প্রকৃতি। 


মেঘ আর আকাশ সম্পর্কে চিরদিন জড়িয়ে, 

জলীয়বাষ্প থেকে মেঘের উৎপত্তি হয়ে। 

মেঘে মেঘে ঘর্ষণে বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি ধারা, 

মেঘের সৃষ্টিতে অকাল বর্ষণে ও কেউ পায়না ছাড়া। 


নীল আকাশে মেঘের মেলা সৌন্দর্যের অনুভূতি মনে, 

শরতের মেঘগুলো পেঁজা তুলোর মতো আকাশের সনে। 

আকাশের এই মেঘের অনুভূতি সূর্যের সঙ্গে লুকোচুরি খেলা, 

মেঘ যখন সূর্য ঢাকে আকাশ অন্ধকার শুধু মেঘের মেলা।