Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিষয়ঃ- গদ্য কবিতাশিরোনামঃ- আষাঢ়ের গল্পলেখকঃ- মুহাম্মদ শামসুল হক বাবু২০ জুন ২০২১ ইং ঢাকা বাংলাদেশ।
এখন আষাঢ় মাস চলছেমেঘা এই মেঘা কোথায় গেলিএদিকে আয় কথা শুনে যানা মা না আমি মেঘ হবকেউ আমাকে মেঘ হতে বলেছেএকাকী ভেসে বেড়াব আজ!
চারিদিকে ঘ…

 


বিষয়ঃ- গদ্য কবিতা

শিরোনামঃ- আষাঢ়ের গল্প

লেখকঃ- মুহাম্মদ শামসুল হক বাবু

২০ জুন ২০২১ ইং ঢাকা বাংলাদেশ।


এখন আষাঢ় মাস চলছে

মেঘা এই মেঘা কোথায় গেলি

এদিকে আয় কথা শুনে যা

না মা না আমি মেঘ হব

কেউ আমাকে মেঘ হতে বলেছে

একাকী ভেসে বেড়াব আজ!


চারিদিকে ঘনকালো মেঘ

রিমঝিমি শব্দে কখনও অঝোরে

কখনওবা গুড়ুম গুড়ুম আওয়াজ

আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে

কেউ আমাকে বৃষ্টি হতে বলেছে

তাই আমিও বৃষ্টি হতে চাই!


কেউ বলে কদম ফুল হও

গোল গোল গোলাকার

অপূর্ব সুন্দর একটি ফুল

মনমাতানো গন্ধে আজ হবে ভুল

হে আমার প্রাণ পাখি

তোমাকে বুকেতে রাখি!


কেউ আমাকে কাঁচা রাস্তা হতে বলেছে

গ্রামের আঁকাবাঁকা সরুপথ

দামাল ছেলে দামাল মেয়েরা

কাঁদা লেপ্টে পিছল খাবে বলে

হিজল তলে কানামাছি ভোঁ

যাকে পাছ আজ তাকেই ছোঁ!