Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন শীতঘুম রজত সরকার তারিখঃ- ১৯/০৬/২০২১
আষাঢ়ের প্রথম বৃষ্টির ফোঁটা আমি  রেখেছিলাম তোমার জন্য যত্ন ক'রে, এক রাতে তুমি স্বপ্নে এলে চুপি চুপি  নিয়ে যেতে চাইলে সেই প্রথম বৃষ্টির ফোঁটা। তোমার চুড়ির শব্দে আমার ঘুম ভেঙে গ…



#সৃষ্টি_সাহিত্য_যাপন
শীতঘুম
রজত সরকার
তারিখঃ- ১৯/০৬/২০২১

আষাঢ়ের প্রথম বৃষ্টির ফোঁটা আমি 
রেখেছিলাম তোমার জন্য যত্ন ক'রে,
এক রাতে তুমি স্বপ্নে এলে চুপি চুপি 
নিয়ে যেতে চাইলে সেই প্রথম বৃষ্টির ফোঁটা।
তোমার চুড়ির শব্দে আমার ঘুম ভেঙে গেল,
আমি অবাক চোখে তোমার দিকে চাইলাম,
ভাবলাম, এতো তোমারই জন্য তবে কেন এভাবে!
আমি নীরব। 
তুমি বললে, 
ঘুমাও তুমি, তোমাকে জাগাবো না,
শরতের প্রথম শিশির কণাটি আমি তোমায় দিয়ে যাবো।
আমি ভাবলাম, 
শরৎ তো আর ক' দিন,
তোমার দেওয়া শিশিরকণা দিয়ে একটা মুক্তো গ'ড়ে
পরিয়ে দেবো তোমার অনামিকায়।
হঠাৎ কোথা থেকে অকালবৈশাখী এসে,
ক্যালেন্ডারের পাতা গুলো ওলট পালট করে দিল!
না জানি কি করে চলে এলাম হেমন্তের শেষ হপ্তায়.
এবার প্রস্তুতি একটা শীত ঘুমের, 
শরতের প্রথম শিশিরকণাটা পাওনাই থেকে গেল।