Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 🌼কবিতা - বাংলার জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানআজকে দ্বাদশ অংশ প্রকাশ করা হল।কবি- মোঃরমজান আলী খান তারিখ - ২২শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ ৬ই জুন ২০২১ খ্রিস্টাব্দ। 🌼🌼
🌼🌼দ্বাদশ অংশ 🌼🌼নানা ভাবে ষড়যন্ত্র শুরু করি…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

🌼কবিতা - বাংলার জনক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আজকে দ্বাদশ অংশ প্রকাশ করা হল।

কবি- মোঃরমজান আলী খান 

তারিখ - ২২শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ 

৬ই জুন ২০২১ খ্রিস্টাব্দ। 🌼🌼


🌼🌼দ্বাদশ অংশ 🌼🌼

 

নানা ভাবে ষড়যন্ত্র শুরু 

করিল আইয়ুব খান 

শেখ মুজিবুর কষ্ট পেলেও 

দেয়নি পিছু টান।


বাঙ্গালী জাতির মুক্তি জন্য 

পিছু দেয়নি পারা

যার কারণে শেখ মুজিবুর 

হয়েছিল বন্ধি কারা।


অকুতোভয় শেখ মুজিবের তখন 

আসিত কত বাঁধা 

বাঁধা যতই আসুক তাহার 

দিলটা ছিল সাদা।


খোদা যেন সহায় ছিলেন 

শেখ মুজিবের পাশে

বাঁধা যতই আসুক তাহার 

কেটে পড়িত ধাঁচে।


ঐ সময়ে মুজিবের পাশে 

একটি ছিল বাতি 

শেখ ফজিলাতুন্নেছা উপদেষ্টা নামে 

ছিলেন তাহার সাথী 


নানা ভাবে নানা কাজে 

শেখ মুজিবের সাথে 

পরামর্শ দাতা স্বরূপ তিনি 

ছিলেন তাহার হাতে। 


ছয়দফাটা দিয়ে শেখ মুজিব 

জনতার পেলেন সারা 

বাঙ্গালী জাতি মুক্তির জন্য 

যুদ্ধে দিবেন পারা।


ছয়দফা দাবি ছিল জাতির 

মুক্তি পাওয়ার দিশা 

দাবি শুনে পশ্চিম পাকিস্তান

করেছিল মোদের পিশা।


নানা কলে নানা ছলে 

ফন্দি দিলেন এঁটে 

শেখ মুজিবের ঐ সময়ে 

জেলে দিলেন বেঁটে। 


শেখ মুজিবুর এক বছরে

 আটবার বন্ধি কারা

ইংরেজিতে সেই সময়ে ছিল 

ছেষট্টি সনের পারা।


আটকাতে পারে নাই তারে 

দিতে হয়েছিল ছাড়

পাকিস্তানের কাছে শেখ মুজিবুর 

মেনে ছিলনা হার।


জেলখানাতে ছাড়া পেয়ে মুজিব 

নারায়ণগঞ্জে তখন এসে 

জনসভায় তিনি বক্তৃতা দিয়ে 

গ্রেফতার হলেন শেষে। 


শেখ মুজিবের মুক্তির দাবিতে

এদেশে হইল ধর্মঘট

সেদিন মনুমিয়া সহ এগারোজন 

খাইলো গুলির শর্ট। 


বাঙালী জাতি মুজিবের জন্য 

পিছু দেয়নাই পারা

সেই সময়ে বাঙ্গালী জাতি

মুজিব প্রেমে হারা। 


পারে নাই জিন্না লিয়াকত 

মুজিবের কিছু করিতে 

আইয়ুব কেন মুজিবের পাছ

নিলো কেন মরিতে।


আইয়ুব খান শেখ মুজিবের 

দিলেন তখন ছাড়

পশ্চিম পাকিস্তান মুজিবের কাছে 

মেনে গেলেন হার।


পশ্চিম পাকিস্তানের পি পি পি প্রধান

জুলফিকার আলী ভুট্টো 

ছয়দফা দাবি জিহাদের সাথে 

তুলনা দিলেন জুট্টো।


শেখ মুজিবকে জামাতী ইসলাম 

গুপ্তচর দিলেন আখ্যা 

ছয়দফা দাবি নিয়ে পাকিস্তান 

করেছিল নানা ব্যাখা।


শেখ মুজিবকে কোন ভাবেই

পারেনি তারা দোমড়াতে

পূব পাকিস্তানের জন জাগরণের 

পারেনি তারা কোমাতে।


আগরতলা ষড়যন্ত্রের আইয়ুব খান 

পাতিলেন নতুন ফাঁদ 

মুজিবকে পূর্ব পাকিস্তান থেকে 

দিবে এবার বাদ।


আগরতলা ষড়যন্ত্র মামলা তখন

করিলেন মুজিবের নামে 

মুজিবের সাথে অনেক নেতারা 

ছিল মামলার বামে।


রাষ্ট্রদ্রোহী মামলা আইয়ুব খান 

দিলেন চালু করে 

শেখ মুজিবকে জেলের ভিতর 

দিলেন তখন ভরে। 


শেখ মুজিবুর জেলের ভিতর 

ছিলেন যখন বন্ধি

ছাত্রছাত্রী শেখ মুজিবের জন্য 

এগারোদফা পাতিলো ফন্দি। 


পূর্ব পাকিস্তানে শুরু হল

আন্দোলনের ভরা জোয়ার 

আগরতলা মিথ্যা মামলা তখন 

করিলেন আইয়ুব প্রত্যাহার।🌼


কবি মোঃরমজান আলী খান 

আমার লেখা, বাংলার জনক 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 

কবিতার অংশ বিশেষ 

ধারাবাহিক ভাবে প্রকাশ করা হচ্ছে। 

রচনার কাল ০১/০১/২০১৯ থেকে 

০১/০৬/২০১৯ সাল পর্যন্ত। 🌼🌼