Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
জামাইষষ্ঠীঅভিলাষ রাজবংশী
লকডাউনেই-- জামাইষষ্ঠীজামাই পড়লো ফাঁদে,গাড়ি বন্ধ-- পথ অবরোধমেয়ের মন-প্রাণ কাঁদে।টেলিফোনেই-- বলছে কথামায়ের সাথে মেয়ে,জামাই আসবেন-- শ্বশুরবাড়িতাই আছে পথ চেয়ে।
বাজার থেকেই মিষ্টি আসবেক…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


জামাইষষ্ঠী

অভিলাষ রাজবংশী


লকডাউনেই-- জামাইষষ্ঠী

জামাই পড়লো ফাঁদে,

গাড়ি বন্ধ-- পথ অবরোধ

মেয়ের মন-প্রাণ কাঁদে।

টেলিফোনেই-- বলছে কথা

মায়ের সাথে মেয়ে,

জামাই আসবেন-- শ্বশুরবাড়ি

তাই আছে পথ চেয়ে।


বাজার থেকেই মিষ্টি আসবে

কাঁঠাল লিচু, আম,

ট্যাংরা পাবদা ভেটকি ইলিশ

হোকনা যতই  দাম।

বাইক চড়েই-- শ্বশুর ঘরেই

এলো মেয়ে-জামাই,

কাছে পেয়েই-- মেয়েকে মা'র

খুশির সীমানা নাই।


ষষ্ঠী দেবীর--- পূজার্চনায়--

সুখ-কামনার ব্রত,

রান্না বান্নার-- হৈ-হুল্লোড়েই

সারাবাড়িই-- ব্যস্ত।

পঞ্চব্যাঞ্জন-- ট্যাংরা ভেটকির

নানান জাতীয় পদ,

সরষে-ইলিশ, সন্দেশ-রাজভোগ

বাড়ি ভর্তি আমোদ।


সব জামাই কী আসতে পারবে

সাধের শ্বশুর বাড়ি?

মেয়ে যাদের দূরেই-- থাকে

জুটবে কী তার শাড়ি?

দেবাদিদেব-- মহাদেবের--

মেলেনি-- আনন্দ,

উমার মনেও-- কষ্টই ছিল

ভাগ্যও ছিল মন্দ।


লকডাউনের-- ঘেরাটোপেই

বন্দী-- জামাইবাবু,

অন্যরকম-- জামাই ষষ্ঠী 

মা-মেয়েরাও কাবু।

দামী--পোশাক কিনতে গিয়েও-

শ্বশুর কুপোকাত,

জামাইরাজা-- মহানন্দেই--

করবে বাজিমাত।


(শুভ জামাইষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন)


বলাকা, রাজগ্রাম, মুরারই, বীরভূম

২৮/০৫/২০২০