Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #সেদিনও বাদল দিনে.....#কলমে_পলি ঘোষ#তাং_১৬.৬.২০২১
নোঙর ছিঁড়ে হালচোখ ভাসিয়ে নোনা জলেবৃষ্টি ভেজে কাল।গন্ধ খুঁজি সোদা মাটির, তোকেই  আসল পাওয়াশান্তশীতল চোখ দুটিকে,ভাসলো নোনা হাওয়া।মনটা সেদিন বড্ড নরম,ধুলোয় হা…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#সেদিনও বাদল দিনে.....

#কলমে_পলি ঘোষ

#তাং_১৬.৬.২০২১


নোঙর ছিঁড়ে হাল

চোখ ভাসিয়ে নোনা জলে

বৃষ্টি ভেজে কাল।

গন্ধ খুঁজি সোদা মাটির, তোকেই  আসল পাওয়া

শান্তশীতল চোখ দুটিকে,ভাসলো নোনা হাওয়া।

মনটা সেদিন বড্ড নরম,ধুলোয় হামাগুড়ি।

পা পিছলে কাদার মাঝে,হাতটাই ফুলঝুরি।

নিদেনপক্ষে,পথটা ছিল, একই গলির মোড়

হাঁটার তালে জট পেকে বাঁক,দিল পায়ে জোর।

কথা সেদিন দিয়েছিলি, কাদা পথও জানে।

কাদামাটি শুকনো পিচে,সেসব অন্য মানে।

আয়না একটু গল্প করি,টিনের চালা ভেবে

খুব যে পাগল চোখ ভেজানো

বাদল কাজল ভেবে...!