Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদ‍্যোগে অক্সিজেন ব‍্যাঙ্ক ( দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর ) ও মিনি অক্সিজেন কন্টেনার উদ্ভোধন

শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদ‍্যোগে অক্সিজেন ব‍্যাঙ্ক ( দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর ) ও মিনি অক্সিজেন কন্টেনার উদ্ভোধন এবং কোভিড রুগীদের জন‍্য পাঁচটি পালস অক্সিমিটার ও কোভিডের ওষুধ। এই অনুষ্ঠানে N-95 মাস্ক , স‍্যান…

 


শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদ‍্যোগে অক্সিজেন ব‍্যাঙ্ক ( দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর ) ও মিনি অক্সিজেন কন্টেনার উদ্ভোধন এবং কোভিড রুগীদের জন‍্য পাঁচটি পালস অক্সিমিটার ও কোভিডের ওষুধ। এই অনুষ্ঠানে N-95 মাস্ক , স‍্যানিটাইজার , সাবান সচেতনতা বাড়ানো ও দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে চলে এই বৃহৎ কর্মযজ্ঞ। 

ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিক মাননীয় নিমাই চন্দ্র মন্ডল মহাশয়। তিনি আগামি দিনে এই সসংগঠনেরর পাশে থাকার সসম্পূর্ণ আশ্বাস দেন। তিনি এই মহিলা পরিচালিত সংগঠনের ভূয়সী প্রসংশাও করে সাধুবাদ জানান এবং শহরবাসীকে এভাবেই এগিয়ে আসার জন্য বার্তাও দেন

      প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুব্রত সরকার। শালবীথি পরিবার গত বছরের ন‍্যায় এবছরও কোভিড রুগীদের পাশে থেকে নিরন্তর পরিষেবা দিয়ে চলেছে । এই পরিস্থিতিতে তারা একটি অক্সিজেন ব‍্যাঙ্ক করার পরিকল্পনা নেয় ,হোম কোয়ারেনটাইনে থাকা রুগীদের ও দরিদ্রসীমার নীচে বসবসকারী মানুষদের অক্সিজেনের প্রয়োজন হলে তাদের বিনামূল্যে অক্সিজেন, কোভিডের ওষুধ , মাস্ক, স‍্যানিটাইজার পৌঁছে দেবে রোগীর দরজায় দরজায়। সেই পরিকল্পনা বাস্তব রূপ দিতে আজকের এই প্রয়াস । তাদের এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে "বিবেক পথে" পরিবারের সম্পাদক সমর কুমার দাস ও নন্দিতা জয়রমেনের সাহায‍্যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন "মুক্তি" শালবীথি সংগঠনকে দুটি অক্সিজেন কনসেনট্রেটর , কোভিডের ওষুধ , অক্সিমিটার ইত‍্যাদি দিয়ে সাহায্য করেন। শালবীথি অর্গানাইজেশনের সম্পাদিকা রীতা বেরা তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন‍্যবাদ জ্ঞাপন করেন । C.M.O.H পশ্চিম মেদিনীপুর নিমাই চন্দ্র মন্ডল সহ উপস্থিত বিশিষ্টজনেরা সর্ব রকম সাহায‍্যের আস্বাস দেন এই সংগঠনকে । শালবীথির সম্পাদিকা তাঁদেরও কৃতজ্ঞতা ও ধ‍ন‍্যবাদ জ্ঞাপন করেন। শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের শহরবাসীর উদ্দেশ্যে জানাচ্ছে তাদের ফোন নং এ ফোন করলে বিনে খরচে এই সমস্ত পরিষেবা পাওয়া যাবে ।

নম্বরগুলি হলো ,

7001311748 রীতা বেরা

7384494422 কৃষ্ণা চ‍্যাটার্জী 

 


         বিশিষ্টজনদের মধ‍্যে উপস্থিত ছিলেন গৌতম চক্রবর্তী ,চন্দন রায় , গৌতম ভকত , সুব্রত মহাপাত্র , লক্ষণ ওঝা , মণিকাঞ্চন রায় ,নরসিংহ দাস ,জয়ন্ত মাইতি সহ আরও অনেকেই ।

শালবীথি অর্গানাইজেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদিকা রীতা বেরা , মৌসুমী চক্রবর্তী , দীপান্বিতা খান , কৃষ্ণা চ‍্যাটার্জী , পম্পি খামরই , রুমা মন্ডল , রীতিশা বেরা ।


মাননীয় সুব্রত সরকার ঐতিহ্য মণ্ডিত "রবীন্দ্র নিলয়"-র রবীন্দ্র মূর্তিতে মাল‍্যদান করেন ।