বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটযশের তাণ্ডবে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র লাগোয়া বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার সাহায্য…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
যশের তাণ্ডবে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র লাগোয়া বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে দূর্গোৎসব কমিটি। বৃহস্পতিবার মেচেদা গুরুড়িয়া মিতালী সংঘ এবং গুলুড়িয়া অল স্টার সার্বজনীন দুর্গোৎসব কমিটির যৌথ উদ্যোগে খেজুরি ২নম্বর ব্লকের কয়ালচক গ্রামে বন্যার ত্রাণ বিলি করতে দেখা গেল। চাল ডাল আলু থেকে মশলাপাতি সবই ছিল এই ত্রাণের মধ্যে। এলাকার অসহায় পরিবার রা এই সাহায্য পেয়ে একপ্রকার খুশি। প্রায় শতাধিক পরিবারের হাতে এই সাহায্য তুলে দেওয়া হয়। সেই সঙ্গে করোনা আবহে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতন মূলক নানা পরামর্শ ও দেওয়া হয় উপস্থিত গ্রামবাসীদের। দুই সমস্থার পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সমীর সিংহ, নাড়ুগোপাল ভক্তা ,প্রবীর আদক ,সুনীল সানকি প্রমূখ। মেচেদা এলাকার বিশিষ্ট সমাজসেবী সুকুমার মাইতি এক সাক্ষাৎকারে জানান এই এলাকায় প্রথম দুর্গোৎসব কমিটি সাহায্যের জন্য এগিয়ে এলো। অসহায় মানুষদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। সেই সঙ্গে আগামী দিনে আরো দুর্গত মানুষদের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।