Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজ হারানো শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা তমলুক: করণা আবহে রাজ্যের কড়া নির্দেশিকার জেরে কাজ হারানো অসহায় শ্রমিকদের আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে তমলুকের নি…

 


নিজস্ব সংবাদদাতা তমলুক: করণা আবহে রাজ্যের কড়া নির্দেশিকার জেরে কাজ হারানো অসহায় শ্রমিকদের আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে তমলুকের নিমতৌড়ি তে জেলা শাসকের দপ্তরে এই স্বরলিপি দেওয়া হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে কাজ হারানো সমস্ত শ্রমিকদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হোক। কারণ দীর্ঘ করো না পরিস্থিতির দরুন রাজ্যের পাশাপাশি জেলার বহু শ্রমিক কাজ হারিয়েছে ন। তাই সমস্ত ধরনের শ্রমিকদের সরকারি উদ্যোগে এই আর্থিক সাহায্যের পাশাপাশি অবিলম্বে করণা টিকা করনের ব্যবস্থা করা হোক। উপস্থিত ছিলেন জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শেখ জিয়াদ, জেলা জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি মৃণাল কান্তি পাল, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সাধারণ সম্পাদ বকুল মাইতি, রমেন্দ্রনাথ দত্ত, নির্মল কুমার মাইতি, শেখ আজাদ সহ অন্যান্যরা।