Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুইজ কেন্দ্র ও পাঁশকুড়া কলেজের শিক্ষকদের যৌথ উদ্যোগে খেজুরীতে ত্রাণ বিলি

নিজস্ব সংবাদদাতা,খেজুরী, পূর্ব মেদিনীপুর.........* স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও পাঁশকুড়া বনমালী কলেজ টিচার্স কাউন্সিলের যৌথ উদ্যোগে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরি-১ নম্বর ব্লকের কন্ঠ…

 


নিজস্ব সংবাদদাতা,খেজুরী, পূর্ব মেদিনীপুর.........* স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও পাঁশকুড়া বনমালী কলেজ টিচার্স কাউন্সিলের যৌথ উদ্যোগে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরি-১ নম্বর ব্লকের কন্ঠীবাড়ি , বীরবন্দর এলাকায় ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেওয়া হয়। পরিবার গুলির হাতে তুলে দেওয়া হয় সোয়াবিন, সরিষার তেল, ডেটল সাবান, মুড়ি, ডাল, বিস্কুট, চিনি,চাল,স্যানিটারী ন্যাপকিন

আলু,পেঁয়াজ,শাড়ী 

লুঙ্গী, প্রভৃতি নিত্য প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি দুর্গত এলার মানুষদের মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পূর্ব মেদিনীপুর সম্পাদক কৃষ্ণ প্রসাদ ঘড়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।পাঁশকুড়া কলেজের টির্চাস কাউন্সিলের পক্ষে প্রতিনিধিত্ব করেন অধ্যাপক লক্ষণ মন্ডল এবং কলেজের ছাত্ররা।এই কর্মসূচি রূপায়ণে স্থানীয় ভাবে সহযোগিতা করেন কন্ঠিবাড়ী "পথের দিশারী" সংস্থার সম্পাদক দেবাশীষ বাগ, সভাপতি বিপুল বিহারি বাগ এবং সহ সভাপতি বিরাজ বিহারী বাগ, সমাজসেবী শোভন গিরি প্রমুখ।এই কর্মসূচি রূপায়ণে আলোক মাইতি, কমলিকা সামন্ত, দিব্যেন্দু রায়, সৌমিত্র মান্না, গৌতম নন্দ, শুভঙ্কর ভূঁইয়া, শুভময় মুলা, নিরঞ্জন মাজী, মুকুল পাল প্রমুখ কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ার জন্য পাঁশকুড়া বনমালী কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ পুলকেশ বেরা ও কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা, সভাপতি রিংকু চক্রবর্তী ও প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।