Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক সেরা লেখনী কলম সম্মাননা পর্ব ৩৮#গদ্যকবিতা #পাহাড়ী_নির্জনতা#পিউ_হালদার_‌আশ২৪.০৬.২০২১মাঝে মাঝে মনটা হারিয়ে যেতে চায় কোনো এক নির্জন নিস্তব্ধ স্থানে, যেখানে থাকবে না জনকোলাহল, থাকবে না মানুষে মানুষে অশান্তি মনোমালিন্য। 
এরকম…

 


সাপ্তাহিক সেরা লেখনী 

কলম সম্মাননা পর্ব ৩৮

#গদ্যকবিতা 

#পাহাড়ী_নির্জনতা

#পিউ_হালদার_‌আশ

২৪.০৬.২০২১

মাঝে মাঝে মনটা হারিয়ে যেতে চায় কোনো এক নির্জন নিস্তব্ধ স্থানে, যেখানে থাকবে না জনকোলাহল, থাকবে না মানুষে মানুষে অশান্তি মনোমালিন্য। 


এরকম একটা জায়গা,, হ্যাঁ আমি যেতে চাই সেই পাহাড়ি এলাকায়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। 


পাহাড়ের কোল বেয়ে বয়ে চলেছে ঝর্ণাধারা,শান্ত স্নিগ্ধ স্বচ্ছ ঠান্ডা জলের ধারা। 


ক্লান্ত আমি পাহাড়ি পথে হেঁটে তৃষ্ণা মেটাই ওই ঝর্ণার জলে,, কখন ও মনের ক্লান্তি দূর করতে ঝর্ণার জলে মনটাও ভিজিয়ে নিই। 


পাহাড়ের নির্জনতাই একটু দিতে পারে এক টুকরো খুশি,, দূর আকাশের পানে তাকিয়ে থেকে উপভোগ করবো বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য।


আমি হারিয়ে যেতে যাই ওই পাহাড়ে,, মিশে যেতে চাই পাহাড়ি ঝর্ণাধারার সাথে।


পাহাড়ের থেকে নেমে আসা মেঘ ভাঙা বৃষ্টি উপভোগ করতে চাই একা,, যেখানে কেউ থাকবে না আমায় বাধা দেওয়ার,, কোনো পিছুটান থাকবে না আমার। 


পাহাড়ি সরু রাস্তা ধরে মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাবো যতদূর মন চায়,,ভোরের আকাশে রাঙা সূর্য আস্তে আস্তে পাহাড়ের গা ঘেঁষে উঠবে,, আমি উপভোগ করবো দুচোখ ভরে। 


একলা চলবো আমি ,,জীবনটা কাটিয়ে দিতে চাই পাহাড়ি ঝর্ণাধারার মতো,, আস্তে আস্তে অস্তমিত সূর্যের মতো ঢলে পড়বে আমার এই নশ্বর দেহটা,,, সেখানে ও কেউ থাকবে না,, একা একা আর শুধুই একা।