সাপ্তাহিক সেরা লেখনী কলম সন্মাননা পর্ব - ৩৮বিভাগ - কবিতাবিষয় - উন্মুক্তশিরোনাম - রূপসী বাংলাকলমে - ইলা চক্রবর্তী২৫/০৬/২০২১
মুগ্ধ এ হৃদয়,তোমার বুকে অন্তহীন রূপের মেলা,গন্ধ রসের খেলা।
এক চোখে,ভয়াল মৌন তাপস ধূসর রুক্ষতা।তপ্ত ক্লিষ্…
সাপ্তাহিক সেরা লেখনী কলম সন্মাননা পর্ব - ৩৮
বিভাগ - কবিতা
বিষয় - উন্মুক্ত
শিরোনাম - রূপসী বাংলা
কলমে - ইলা চক্রবর্তী
২৫/০৬/২০২১
মুগ্ধ এ হৃদয়,
তোমার বুকে অন্তহীন রূপের মেলা,
গন্ধ রসের খেলা।
এক চোখে,
ভয়াল মৌন তাপস ধূসর রুক্ষতা।
তপ্ত ক্লিষ্ট তপ্ত তনু,পান্ডুর বিবর্ণতা।
আর এক চোখে সজল বরষা।
তোমার বুকে ব্যথিত করুণার ধারা।
হৃদয়ে বাজে তোমার নব রাগিণীর সুর
মেঘ রাশি মন্থর ছন্দে ভাসে নিরুদ্দেশে
তোমার গলে শিউলি কাশের মালা।
দোলে দোদুল দোলে।
কখনও উদাসীন প্রৌঢ়া তুমি,
মুখে তোমার সুদূর ব্যাপ্ত বৈরাগ্যের বিষন্নতা।
অনন্ত ধূসর অঙ্গীকার,
সীমাহীন শূন্যতা_----
কি বিশাল কারুন্য!
ত্যাগের কি অপরূপ মহিমা
রূপময় রসময় তুমি বাসন্তিকা।
হাতে তোমার অশোক পলাশ -
হাসে উল্লাসে।
দূর বনান্তরাল থেকে-
কুহু গীতি ভেসে আসা।
তুমিই সেই ঋতু রঙ্গময়ী,
অনুপমা রূপসী বাংলা।