#দৈনিক_সেরা_কলম_সম্মাননা#বিভাগ_কবিতা
#চিলেকোঠা#মালা_সেন_দে21.6.2021
আমি চিলেকোঠার ঘর, সব ঘরের মতো আমারও কিছু নিজস্বতা আছে।অবজ্ঞা করে আমাকে তোমরা রেখেছো,আমি নীরবে অনেক যন্ত্রণা বয়ে বেড়াই ।একটি পুরনো ভাঙা দরজা আছে, যা সহজে বন্ধ হতে …
#দৈনিক_সেরা_কলম_সম্মাননা
#বিভাগ_কবিতা
#চিলেকোঠা
#মালা_সেন_দে
21.6.2021
আমি চিলেকোঠার ঘর,
সব ঘরের মতো আমারও কিছু নিজস্বতা আছে।
অবজ্ঞা করে আমাকে তোমরা রেখেছো,
আমি নীরবে অনেক যন্ত্রণা বয়ে বেড়াই ।
একটি পুরনো ভাঙা দরজা আছে, যা সহজে বন্ধ হতে চায় না,
সেই যে সেবার মার ভাঙা হারমোনিয়াম রাখতে এসে,
কী জোরে আঘাত করলে ,আমি ভয়ে চমকে উঠি ।অথচ তার সামান্য নির্দেশ পেলে,
রঘু বেচারার ঘাড়ে নিষিদ্ধ দুটো শরীর হুড় মুড়িয়ে পড় তো না।
আমার খুব জানতে ইচ্ছে করে আমি কখন ছাদে এলাম,
আমার ছোটো যে জানালা আছে তাই দিয়ে আকাশ দেখি ।
বাবা মাকে লুকিয়ে দাদা সিগারেটের সুখটান দিত আমার ঘরে ,
আমার খুব রাগ হতো মা শাড়ি মেলতে ছাদে এলে আধ খাওয়াটা ফেলে চলে যেত ।
ছোড়দি তুমিও তো তোমার প্রেমের চিঠিগুলো লুকিয়ে পড়তে আমার ঘরে এসে,
পুরোনো ট্রাঙ্কটার ভেতরে লুকিয়ে রাখতে পড়া হলে ।
মনে আছে ছোড়দি একদিন মা পুরোনো কতগুলো কাঁথা রাখতে এসে চিঠি গুলো পেয়েছিলো ।
বাবা মার কাছে সব শুনে সেদিন তোমায় খুব বকে ছিলো তাই না,
তুমি আমার কাছে এসে খুব কেদেছিলে, আমি শুধু নীরব দর্শক হয়ে ছিলাম ।
আমি তো তোমাদের শুধুই চিলে কোঠা,
টিমটিমে আলোয় ,বিবর্ণ দেওয়ালে কত বছরের ড্যাম গন্ধ নিয়ে আছি ।
আমার ঘরে তোমাদের শিশুবেলার খেয়ালী ঘোরা ফেরা,
পায়রার বকুম বকুম,আর এলোমেলো স্মৃতির তাক ।
অসাড় ঘরে ইঁদুরের বিপ্লবের ট্রেনিং চলে এখানেই,
মাটিতে অবাধে পিপড়েদের মিছিলে লাইন ভেঙে আবার অন্য পথ ধরে ।
আমি নিশ্চিত,তাদের অনুসরণ করলেই
পাওয়া যাবে অসময়ে হারানো সম্পর্কগুলোকে।
আমি চিলেকোঠা,আমার জন্য সামান্যই বরাদ্দ,
জলের ট্যাঙ্কের পাশে, মায়ের হাতে লাগানো শুকিয়ে যাওয়া গাছের টবের পাশে ।
ছাদে শ্যাওলার তলায় জমা জলে ভিজে গন্ধটা নেওয়া আমার অভ্যাস,
আমি পুরোনোর ভিড়ে নতুনকে খুঁজি না বলতে পারো এটা আমার অসুখ।
আমি ছিলাম তোমাদের সুখ দুঃখের সাক্ষী হয়ে,
যা একান্তই আমার ঘরে নিঃশব্দে কথা বলে ।
আজ চিলে কোঠাকে তোমরা করেছো অতীত,
কখনও কখনও উঁকি দি বুনো লতার আড়াল থেকে ॥