Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতামন আবেশকলমে ,কৃষ্ণা গুহ
একটা শান্ত ,স্নিগ্ধ আবেশ,জড়িয়ে ছিলো শরীর ময়!!
ভালোবাসার শুকনো উঠোনে নেমেছিল এক বুক শ্রাবণ আবার!!
শীতল পাটি বিছিয়ে ছিলাম মন উঠোনে ,একলা মনে গেয়েছিলাম রবি ঠাকুরের প্রেম পর্যায়ের গান। সে গান আর আমার সমস্ত…

 


কবিতা

মন আবেশ

কলমে ,কৃষ্ণা গুহ


একটা শান্ত ,স্নিগ্ধ আবেশ,জড়িয়ে ছিলো শরীর ময়!!


ভালোবাসার শুকনো উঠোনে নেমেছিল 

এক বুক শ্রাবণ আবার!!


শীতল পাটি বিছিয়ে ছিলাম মন উঠোনে ,

একলা মনে গেয়েছিলাম রবি ঠাকুরের প্রেম পর্যায়ের গান। 

সে গান আর আমার সমস্ত স্বত্তা দিয়ে তোমায় বাঁধবো বলে,

ধরেছিলাম প্রেমের তান।


তুমি বলে উঠলে !!

"কেন বাঁধবে আমায় আপন ঘরে, ভুবন জুড়ে রয়েছে আমার ঠাঁই"।


বুঝেছি যে সুখ এসেছিলো মনে তবে কি আজ তারই অবসান!!

উড়ে যাচ্ছ তুমি 

গতি ময়তায়!!

উদাসীন আমি চলেছি নিজের পথে,একরাশ

 আনন্দ সঙ্গে নিয়ে,

যদি দেখা হয় পথের শেষে,বলবো তোমায় 

দু কলি গানে গানে!!

অনন্তকাল ধরে শোনাতে চেয়েছি যে গান--

 "আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে"।