#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ ঃকবিতা#শিরোনাম :জীবনের চলার পথ#স্বরবৃত্তঃ ৪+৪+৩#কলমে :মিঠু সাধুখাঁ#তারিখঃ ১৬/০৬/২০২১
দুঃখ কষ্ট জীবনেরই অঙ্গ রেচলতে হবে এসব নিয়েই সঙ্গে-রে। জীবনের পথ কাঁটার উপর চলতে হয়শক্ত পায়ে চললে পথে সুখের হয…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#বিভাগ ঃকবিতা
#শিরোনাম :জীবনের চলার পথ
#স্বরবৃত্তঃ ৪+৪+৩
#কলমে :মিঠু সাধুখাঁ
#তারিখঃ ১৬/০৬/২০২১
দুঃখ কষ্ট জীবনেরই অঙ্গ রে
চলতে হবে এসব নিয়েই সঙ্গে-রে।
জীবনের পথ কাঁটার উপর চলতে হয়
শক্ত পায়ে চললে পথে সুখের হয়।
হতাশ কেনো? ঘর ভেঙেছে! প্রথম নয়
তুমি জানো লড়াই করে করতে জয়!
নষ্ট ফসল বাঁধভাঙা জল ভাসছে তাই
আবার উঠে নামরে মাঠে ভাঙতে নাই!
মাকড়সা ওই উপর-নিচে বুনছে জাল
শক্ত বটে অসম্ভব নয় পাবেই হাল।
পাখিদের ও ভাঙে দেখো সুখের নীড়
তবু ওদের আসেনা যে মনে চির।
সৃষ্টির উপর স্রষ্টা আছেন কাটবে রাত
উপায় বলে দেবেই দেবেন ধরবে হাত।
জীবন তরী বাইছে যিনি গাইছে গান,
শক্ত হয়ে থাকরে বসে তরী- খান।
কর্মপথে চললে সৎ-এ কিসের ডর!
আসবে যাবে অনিত্য যা জীবন ভর।
দুঃখ-সুখের বন্ধনে যে গাঁথা হার!
ভবের মাঝে ভালো কাজে করবে পার।