Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
বাঁচতে চাইঅর্পিতা কামিল‍্যা
কুন্তী পৃথিবী,আমি হয়তো তোমার এক অবাঞ্ছিত সন্তান।আমি রসহীন,খাদ্যহীন পুরোনো প্রাচীরে,জন্ম নিয়েছি ভাগ্যের দোষে।প্রতি দিন আমার পাশ দিয়ে,কত মানুষের যাওয়া আসা,আর আমি পড়ে থাকিসবার অগোচরে।
স…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


বাঁচতে চাই

অর্পিতা কামিল‍্যা


কুন্তী পৃথিবী,

আমি হয়তো তোমার এক অবাঞ্ছিত সন্তান।

আমি রসহীন,খাদ্যহীন পুরোনো প্রাচীরে,

জন্ম নিয়েছি ভাগ্যের দোষে।

প্রতি দিন আমার পাশ দিয়ে,

কত মানুষের যাওয়া আসা,

আর আমি পড়ে থাকি

সবার অগোচরে।


স্বপ্ন তো হয়তো আমার

বিরাট বিশাল মহীরুহ 

হবার,  ঠিক এই আশায়

দুঃসহ স্পর্ধায় আমি বলি প্রতিদিন।

আমি বাঁচতে চাই ----

বলিষ্ঠ শিশুদের মতন

শিকড়ে শিকড়ে বিদীর্ণ করতে চাই

কংক্রিটের শক্ত প্রাচীর।


আমার ছোট্ট মনে 

হাজার বিদ্রোহ জমে

আমি ও জানি প্রতিটি ইঁটের পিছনে

কত শত করুন গল্প।

কত খাদ্যাভাব, কত ঘাম

কত হাহাকার।

আমার অবাধ্য শিকড় গোপনে

সে সব  খবর শোনে।

চোরাচালান করে সে খবর

আমার মনে, সন্তর্পণে। 


আমি জানি গরীব থেকে আরো গরীব

করেনা তবুও  তারা ভিক্ষা।

আমি জানি পাঁচীল কোলে

সিগারেটের ধোঁয়ায়

যুবকের  কেমন অপেক্ষা

চাকরী নেই,প্রেম নেই

আমি জানি ওষুধের অভাবে

কেমন মরনের প্রতীক্ষা।


বাঁচি আমি ও যদি

হবো উদ্ধত বুনিয়াদী

যোগাবো অবিরাম অক্সিজেন

পৃথিবী ওরা তো নির্বোধ

তুমি কি পারোনা

হতে অলৌকিক?

ভাবি বিমূঢ় বিষ্ময়ে

আবার ও বাঁচি,ওদের ও বাঁচাই

আমি বাঁচতে চাই।