Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্যযাপনকবিতা :~
শিরোনাম :-কালকেতু -রাখাল                       বিনয় ভট্টাচার্য্য                       ১৬ জুন ২০২১দেশে এসেছে আকালজনগন নাকাল।রাস্তার ধারে বেড়ার উপরে কার্নিসে গাছেধরে অছে থরে থরে সুন্দরী সব মাকাল।রাজা রাণী…

 


সৃষ্টি সাহিত্যযাপন

কবিতা :~


শিরোনাম :-কালকেতু -রাখাল

                       বিনয় ভট্টাচার্য্য 

                      ১৬ জুন ২০২১

দেশে এসেছে আকাল

জনগন নাকাল।

রাস্তার ধারে বেড়ার উপরে কার্নিসে গাছে

ধরে অছে থরে থরে সুন্দরী সব মাকাল।

রাজা রাণীর নজর এড়িয়ে ওরা ফলে লতা পাতার ভিতরে

ওদের দেখে পথচারী এলেবেলে পল্লীর ছেলে মেয়ে,চাষি  আর দুরন্ত রাখাল।


ওরা সকলেই দেখেছে রাজারা মাঝে মাঝে মৃগয়ায় আসে, সুন্দর বনে বনান্তরে শিকার করে, রক্তপাত করে, টাটকা মৃতপ্রাণী সংগ্রহ করে বীরদর্পে ফিরে যায় সিংহাসনে।

অধিকার নেই কারুর ওদের কাছাকাছি যাবার, মাকালের মতো ওদের  নবনী কোমল সুন্দর তনুবল্লরী স্পর্শ করা  সুযোগ নেই নিষেধের সুরক্ষা বলয়ে।


রাজন‍্যবর্গের কেউ  বিশ্বাস করেনা নাগরিকদের, নাগরিকরাও তাই।

পরস্পর ওরা একে অপরকে ভাবে 

বিষাক্ত মাকাল।


একই গ্রহের দুই প্রান্তে  ভয়,সম্ভ্রম আর অবিশ্বাস বুকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান করে এ যুগের কালকেতু আর কালের রাখাল

অচিরেই এর জবাব দিচ্ছে ও দিয়ে যাবে  মহাকাল।

*************