দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম --ভুলবোনাসুস্মিতা দত্ত মুখার্জী27/07/2021✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️
যদি বারণ করো.. মেঘ হয়ে আর সাজবো না,যদি বারণ করো.. শ্রাবণ ধারায় ভিজবো না...যদি বারণ করো.. চাঁপ…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম --ভুলবোনা
সুস্মিতা দত্ত মুখার্জী
27/07/2021
✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️
যদি বারণ করো.. মেঘ হয়ে আর সাজবো না,
যদি বারণ করো.. শ্রাবণ ধারায় ভিজবো না...
যদি বারণ করো.. চাঁপার গন্ধে ভাসবো না,
যদি বারণ করো.. জ্যোৎস্না গায়ে মাখবো না...
যদি বারণ করো.. ফুল হয়ে আর ফুটবোনা,
যদি বারণ করো..ঝর্ণার স্রোতে বইবো না...
যদি বারণ করো.. ঢেউয়ের তালে মাতবো না,
যদি বারণ করো.. মনের দুয়ার খুলবো না...
যদি বারণ করো.. তোমার তোমায় ভালোবাসবো না
তবু শত বারণেও আমার তোমায় ভুলবোনা l