বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটকোলাঘাট ব্লকের সমস্ত কৃষকদের কিষান সম্মান নিধি ও কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্তিকরণ, ব্লক এলাকায় যে সমস্ত মৌজায় চলতি মরসুমে অত্যাধিক বর্ষণে কৃষকরা বীজতলা ফেলতে পারেনি তাদের ক্ষতিপূরণ,…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
কোলাঘাট ব্লকের সমস্ত কৃষকদের কিষান সম্মান নিধি ও কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্তিকরণ, ব্লক এলাকায় যে সমস্ত মৌজায় চলতি মরসুমে অত্যাধিক বর্ষণে কৃষকরা বীজতলা ফেলতে পারেনি তাদের ক্ষতিপূরণ, সারের কালোবাজারি রোধ করে স্বল্প মূল্যে সার বীজ কীটনাশক প্রদান, সর্বাধিক কৃষি জমি নষ্ট করে বেআইনি মাছের ঝিল বন্ধ করা ,সেই সঙ্গে কোলাঘাট ব্লকের পানশিলায় ফুল বাজার চালু করা সহ একাধিক দাবিতে অল ইন্ডিয়া কিষান ও খেতমজুর সংগঠনের কোলাঘাট ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার কোলাঘাটের বি ডিও এবং এ ডি এ (প্রশাসন) নিকট স্মারকলিপি পেশ করা হল ডেপুটেশনের মাধ্যমে। দুই আধিকারিক তাপস কুমার হাজরা ও সমিরন ধাড়া স্মারকলিপি গ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন গোপাল সমন্ত, তপন মাইতি ,গোবিন্দ পড়িয়া ও নারায়ন চন্দ্র নায়েক। আধিকারিক বৃন্দ দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।