Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

এখানে কিছু আশা রয়েছে বেঁচে
বিশ্বজিৎ বিশ্বাস 
রোদ্দুর এখনো মরে হয়নি ফিকেঘাস গুলো তো এখনো সজীব আছে ,পরাণ মাঝি হাঁক দিয়ে যাও জোরে ,এবার যদি বাঁচে আশার প্রাণ ।
ঐ তো পাখি গাইছে আজো গান ,ঐ তো ফুলে আজো আছে মধু ,ঐ তো বধূ আদর মাখা ঠোঁটেএক…

 


এখানে কিছু আশা রয়েছে বেঁচে


বিশ্বজিৎ বিশ্বাস 


রোদ্দুর এখনো মরে হয়নি ফিকে

ঘাস গুলো তো এখনো সজীব আছে ,

পরাণ মাঝি হাঁক দিয়ে যাও জোরে ,

এবার যদি বাঁচে আশার প্রাণ ।


ঐ তো পাখি গাইছে আজো গান ,

ঐ তো ফুলে আজো আছে মধু ,

ঐ তো বধূ আদর মাখা ঠোঁটে

একটু হাসির লহর তুলে গেল ।


এই তো আমি স্বপ্নে দেখেছিলাম

ভালোবাসার মিষ্টিসোনা মুখ ,

অনুভূতির আতর জলে নেয়ে

পেয়েছিলাম একটুখানি সুখ ।


মনে হলো হৃদয় আজো আছে ,

প্রেমের মুকুল আজো গন্ধ মাখা ,

মায়াবিনী কাজল দীঘির জলে

রমনীয় ভাবের সাড়া পাই ।


ফিনকি দিয়ে ওঠে কথকতা

প্রেম সাগরে ভাসিয়ে দিয়ে ডিঙি ,

ডুবতে আমার ইচ্ছে করে জলে

রসের নদীর আসব মাখা সুখে ।