#দৈনিক সেরা সম্মাননা#বিভাগ_কবিতা #শিরোনাম - মন্থন#কলমে - কৌশিক চট্টোপাধ্যায়#তারিখ - ০৮/০৭/২০২১
ক্লান্ত অবসন্ন সেতুর উপর হেঁটে চলেছেহলদেটে বিকেল , খুঁড়িয়ে খুঁড়িয়ে ; সেতুর যত্রেতত্রে ক্ষতস্থান গভীর , সেই ক্ষতস্থানগুলি কথা বলার…
#দৈনিক সেরা সম্মাননা
#বিভাগ_কবিতা
#শিরোনাম - মন্থন
#কলমে - কৌশিক চট্টোপাধ্যায়
#তারিখ - ০৮/০৭/২০২১
ক্লান্ত অবসন্ন সেতুর উপর হেঁটে চলেছে
হলদেটে বিকেল , খুঁড়িয়ে খুঁড়িয়ে ;
সেতুর যত্রেতত্রে ক্ষতস্থান গভীর ,
সেই ক্ষতস্থানগুলি কথা বলার জন্য
বুক পেতে বসে আছে কবে থেকে !
বড়োই ব্যস্ত হয়ে পড়েছে এ সময়
কথা বলার জো নেই, নেই শোনার অবকাশ ,
নতমস্তকে চলেছে পৃথিবী মাতালের মতো
বিবসনা চাঁদের দিকে তাকাবে কখন !
হেডফোন গুঁজে হেঁটে চলেছে সবাই ।
আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি চতুষ্কোন ,
আবদ্ধতার ঘেরাটোপে ছোট ছোট কামরা,
ভালোবাসায় যাকে জন্ম দাও
কিভাবে তাকে নিঃসাড়ে হত্যা করতে পারো ?
এটাই এ জগতের চরম বিস্ময় !
নক্ষত্রমন্ডল তাকিয়ে তাকিয়ে দেখে
কিভাবে একটা পাতা খসে পড়ে যায়
কিভাবে সম্পর্কের বেড়াজাল ভাঙ্গে
একটা " আমরা" থেকে অনেকগুলো "আমি" হয় ,
গাছের গায়ে ফুটে ওঠে পেরেকের দাগ ।
মৃত্যুর পাঁচালী পড়ে চলে উদ্ভ্রান্ত নাগরিক
এক সীজারিয় আস্ফালনে চারপাশ উচ্চকিত হয়
সুরক্ষাহীন নক্ষত্রমন্ডল সন্ত্রস্ত হয়ে দেখে
দুই আর চারের নগ্নরুপ
রাত্রির কোঠরে ক্যান্সার নামে ।
আমি উদাসীন হয়ে পথচলি
এ উতরোল সময়ে বাউল হওয়াই শ্রেয়,
একতারা হাতে হেঁটে চলি লোকান্তরের মাঠে
টিয়াপাখিটার কাছে শিখে নিতে হবে গান
আর ঝোলাভরে নিতে হবে অফুরান সময় ।
মন্থন
@ কৌশিক চট্টোপাধ্যায়