Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতাঃ-এক শ্রাবণের বৃষ্টির অপেক্ষায় কলমেঃ- রাজীব মুখার্জী।।তারিখঃ- ৭ ই জুলাই ২০২১.
অভিমানী প্রিয়ার মন আকাশের মতোশ্রাবণের আকাশটাও আজ উদাসী দলছুট মেঘেদের ছন্দহীন আনাগোনা , আশৈশব যে বৃষ্টির  ধারার সাথে  --উষ্ণ সম্পর্কের অদৃশ্য সেতু ব…

 


কবিতাঃ-এক শ্রাবণের বৃষ্টির অপেক্ষায় 

কলমেঃ- রাজীব মুখার্জী।।

তারিখঃ- ৭ ই জুলাই ২০২১.


অভিমানী প্রিয়ার মন আকাশের মতো

শ্রাবণের আকাশটাও আজ উদাসী 

দলছুট মেঘেদের ছন্দহীন আনাগোনা , 

আশৈশব যে বৃষ্টির  ধারার সাথে  --

উষ্ণ সম্পর্কের অদৃশ্য সেতু বাঁধা ছিল 

প্রজাপতি মনের লক্ষ ফুলে জানাশোনা।।


মাঠে গর্ভবতী ধানের ক্ষেতে সবুজের ঢেউ

কেমন যেন নিস্প্রভ দীপ্তিহীন মনে হয় 

প্রাণভরে বৃষ্টির জলে আনন্দ অবগাহন নেই ,

মা ডাহুক ছানাদের নিয়ে পতঙ্গ খুঁজে যায় 

কখনও ধানের শীষে  সবুজ গাঙফড়িং

সূর্যের গোপন উঁকি  মিলিয়ে যায় পলকেই ।।


তবুও পিয়াসী মন উৎসুক তোমার অপেক্ষায় 

তোমার প্রথম স্পর্শে মাটির সোঁদা গন্ধ পাই

কখনও বাবুই পাখির বাসা চুইয়ে জল ঝরে ,

কিষাণীর মায়া ভরা চোখে সংশয়ের ছায়া 

সদ‍্য কিশোরীর অনাবৃত পিঠে বৃষ্টির রঙতুলি--

আঁকিবুকি কাটে, তার চেতনার  অগোচরে ।।


শ্রাবণের বৃষ্টি তুমি ভালোবাসা হয়ে এসো

ভিজে যাক তার খোঁপার লাল ডালিম ফুল 

তুমি চুপিসারে এসো প্রথম স্পর্শের মতো ,

তার লেখা প্রথম চিঠি থাকুক  বুকপকেটে 

ভিজব আমি শ্রাবণ তোমার অঝোর ধারায়

বুকের ভিতর থাক না আড়ালে পুরনো ক্ষত।।


--------------------------------------------------------