দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম--নীরবতায় কলমে--শম্পা চট্টোপাধ্যায় ০৭/০৭/২০২১
রঙচটা মেঘলা অঙ্গে মন খারাপের কথা।হারিয়ে যাওয়া হাজার ধ্বনি,বিশ্বাসের জঠরে অনন্ত পিপাসা,খুঁজতে না চাওয়া জীবনের ঠুনকো বহু সমীকরণে মরচের…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম--নীরবতায়
কলমে--শম্পা চট্টোপাধ্যায়
০৭/০৭/২০২১
রঙচটা মেঘলা অঙ্গে মন খারাপের কথা।
হারিয়ে যাওয়া হাজার ধ্বনি,
বিশ্বাসের জঠরে অনন্ত পিপাসা,
খুঁজতে না চাওয়া জীবনের ঠুনকো বহু
সমীকরণে মরচের দাগ !
ইতিহাসের কালিতে পাতায় পাতায় যারা ভিড় করে শুনসান নীরবতায়।
অথবা ভিড় করা কান্নার চিৎকারে।
বুকের ভিতর সুপ্ত যে এক সন্ধানী গল্পকার
লেখে হারিয়ে যাওয়া প্রেম,
রূপসী আড্ডা শ্রাবণ ভিজে সন্ধ্যা।
ভাবনার সমারোহে সাজায় পান্ডুলিপি।
ব্যর্থ প্রেমপত্রগুলো ফিরে ফিরে আসে,
রঙিন মলাটের ভাঁজে,সাজে গোপন ব্যথা।
হারানো প্রাপ্তি নিরুদ্দেশ স্বপ্ন !
যত্ন তাচ্ছিল্য আহত কথা ---
বুনতে বুনতে হয়ে উঠি কবি অথবা গল্পকার !