অগোছালো সিলেবাসকাজল দাস
তোকে ভাবতে ভাবতে চৌরাস্তার মোড়হারিয়ে যাচ্ছি,কোথায় যাচ্ছি কে জানেনদীর মত অগোছালো সিলেবাস তোরশহর পেড়িয়ে আলগোছে আমায় টানে
কুয়াশায় আধখোলা হাইওয়েস্ট জিন্সটুপ করে ঝরে পড়ে, বৃষ্টিরা আকস্মিকক্রপটপে দেখা যা…
অগোছালো সিলেবাস
কাজল দাস
তোকে ভাবতে ভাবতে চৌরাস্তার মোড়
হারিয়ে যাচ্ছি,কোথায় যাচ্ছি কে জানে
নদীর মত অগোছালো সিলেবাস তোর
শহর পেড়িয়ে আলগোছে আমায় টানে
কুয়াশায় আধখোলা হাইওয়েস্ট জিন্স
টুপ করে ঝরে পড়ে, বৃষ্টিরা আকস্মিক
ক্রপটপে দেখা যায় শৈশব কয়েক ইঞ্চ
হোঁচট খেয়েও- আমি খুব নস্টালজিক
ভুল করে চলে যাই হল্টার প্রশস্ত লেসে
অদেখা দৃশ্যতে দেখে ফেলি ঘুমন্ত ফাঁস
অফ শোল্ডারে খোঁজা পুরনো অভ্যেসে
মেঘেদের ফেরার নেই কোনো অবকাশ
আবছায়া ড্যামেজ রোদেলা বিকেলে শর্ট
লাজুক নিয়মে গোধূলি নামে বাস স্টপে
রাত খোলা বুকের- বোতামের শেষে নট
আমার বে-পরোয়া আস্পর্ধাদের -মাপে
ভাবতে ভাবতে সীমানা পেরিয়ে বালিশ
পোশাক খোলে ভাবনায় নীল আকাশ
জোড়াসাঁকো থেকে ছুটে যাই কৈখালী
সারা রাত কাটে নিকোটিনে- বাইপাস