Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

যদি ভালোবাসোসুদীপা02/07/2021
পাখির ডানা বেঁধে রেখোনা,উড়তে দাও আকাশ জুড়ে।ডানা ছড়িয়ে বারবার উড়ুক।ক্লান্ত পাখি খুঁজবে আশ্রয়।নিজেকে পরিণত করে নিওভরসা , নিরাপদ, আনন্দের বাসায়।পাখি ফিরবে ঠিক গোধূলিবেলায়।অকারণ শিকল কষ্ট দেয়,গান হারিয়ে নী…

 


যদি ভালোবাসো

সুদীপা

02/07/2021


পাখির ডানা বেঁধে রেখোনা,

উড়তে দাও আকাশ জুড়ে।

ডানা ছড়িয়ে বারবার উড়ুক।

ক্লান্ত পাখি খুঁজবে আশ্রয়।

নিজেকে পরিণত করে নিও

ভরসা , নিরাপদ, আনন্দের বাসায়।

পাখি ফিরবে ঠিক গোধূলিবেলায়।

অকারণ শিকল কষ্ট দেয়,

গান হারিয়ে নীরব পাখি

নিঃশব্দ ঘুরে ফেরে ক্লান্ত।

দানাপানি খেলেও,নিশ্চুপ থাকে।

খুঁজতে থাকে খোলা আকাশ,

নীরব চক্ষু তুলে কখনও।

কখনও খাঁচার তার ঠোকরায়,

বিদ্রোহী এক মন নিয়ে।

একদিন নিঃশব্দে দেহ ছেড়ে,

মন নিয়ে ওড়ে শূন্যে।

ভালোবাসায় থাকে নিরন্তর প্রশ্রয়,

থাকে বিশ্বাস ভরা আকাশ।

আলো আনার বার্তা শোনায়,

দুর্বল ডানায় দেয় শক্তি।

পাশে থাকার দেয় আশ্বাস।

উপস্থিতিতে পায় অপার আনন্দ।

পাখির চোখে খেলে আনন্দ,

প্রতিটি ক্ষণ নীরবে বলে,

ভালোবাসা ছিল ,তাই আজও

আকাশ জুড়ে ওড়ার খুশি।

ভালোবাসাই সে একমাত্র শক্তি

উড়তে দেয় আকাশ জুড়ে।