Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোণার তৃতীয় ঢেউ আসার আগে দেউলিয়া বাজারে মেডিকেল ক্যাম্প

বাবলু বন্দ্যোপাধ্যায়।কোলাঘাটচলছে করোনার দ্বিতীয় ঢেউ এর মোকাবিলার প্রশাসনিক তৎপরতা।  সাফল্য এসেছে প্রশাসনিক প্রচেষ্টায় ,সেই সঙ্গে এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আন্তরিকতার  সতর্কবার্তা  বিভিন্ন মানুষজনদের প্রতি তাও  ল…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।কোলাঘাট

চলছে করোনার দ্বিতীয় ঢেউ এর মোকাবিলার প্রশাসনিক তৎপরতা।  সাফল্য এসেছে প্রশাসনিক প্রচেষ্টায় ,সেই সঙ্গে এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আন্তরিকতার  সতর্কবার্তা  বিভিন্ন মানুষজনদের প্রতি তাও  লক্ষ্য করা যাচ্ছে।  আসছে তৃতীয় ঢেউ, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে দুস্থ মানুষজন আজ অসহায় বোধ করছে। শনিবার  মেচেদার স্বেচ্ছাসেবী  প্রতিষ্ঠান সৃজনীর উদ্যোগে  কোলাঘাট ব্লকের দেউলিয়া হাইস্কুলের মুক্তমঞ্চে  বিনা খরচে মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে দেখা গেল। এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন  নির্মলেন্দু ঘোড়া,  কোলাঘাট থানার মেজ বাবু শান্তিময় নন্দী, এলাকার বিশিষ্ট সমাজসেবী সুকুমার মাইতি, তাপসী দাস সহ  চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক সম্মানীয় চয়ন খান।  এই মেডিকেল ক্যাম্পে ২২০জন দুস্থ মানুষের চিকিৎসা ও ঔষধ  বিনামূল্যে দেওয়া হয়।  সংস্থার কর্ণধার ঋত্বিক   আদক বলেন এমন ক্যাম্প বিভিন্ন স্থানে আরো করা হবে সাধারণ দুঃস্থ মানুষদের স্বার্থে। এমন  উদ্যোগকে এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন।