. স্মৃতি বড় বেদনার. ০৭/০৭/২১ চন্দন মাজী
আমার একবার একটা উত্তাল সমুদ্রের সাথে বেশ ভাব হয়েছিল পাশ্চাত্যের পথে উড়ে যেতে যেতে।তাই থেকে কখন প্রেম হল কিছু না বোঝার আগে।এখনো তার স্মৃতিচিহ্ন গু…
. স্মৃতি বড় বেদনার. ০৭/০৭/২১
চন্দন মাজী
আমার একবার একটা উত্তাল সমুদ্রের সাথে বেশ ভাব হয়েছিল পাশ্চাত্যের পথে উড়ে যেতে যেতে।
তাই থেকে কখন প্রেম হল কিছু না বোঝার আগে।
এখনো তার স্মৃতিচিহ্ন গুলো বয়ে বেড়াই।
তার ওই নীল চোখের মায়ায় ছিল
এক আদিম যৌনতার বন্যতা।
গর্জনে শুনেছি সেই কৃষ্ণ গহ্বরের
অমোঘ মহাকর্ষীয় তরঙ্গের উন্মত্ততা।
আমি সেই টানেই মাঝে মাঝে যেতাম ছুটে।
আমাকে দেখলেই বড় বড় ঢেউয়ের মত পা'ফেলে
এগিয়ে আসত সারা শরীর ভেজাবে বলে।
তার নোনা গন্ধে নিজেকে হারিয়ে ফেলতাম। আলিঙ্গনের উত্তেজনায় হৃৎপিণ্ডে,শিরায় শিরায় বহিত প্রবল রক্ত প্রবাহের ভয়ঙ্কর সুনামী।
অবশেষে বালুচর জুড়ে স্মৃতিচিহ্নের ভিড়ে খুঁজি।
লিখি রূপকথার রাজকুমারের মন ভাঙা কাহিনী।
সে আমায় আর ভালো বাসে না।
প্রয়োজন ফুরালে কেউ তো মনে রাখে না।
আমি রক্তিম সন্ধ্যার ওই মেঘমালা;
চন্দ্রিমায় নিজেকে সাজায়ে একলা ভেসে চলি।
মাঝে মাঝে জলবিন্দু গুলো অশ্রু হয়ে ফেলি।
----০---