Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতাএক মুঠো শান্তিআবীর চ্যাটার্জী14.07..21.*****************বলোতো কতগুলো কষ্টএক জায়গায় করলেএকটা মানুষ পাগল হয়ে যায়?
বলোতো কতগুলো ব্যাথাএক জায়গায় করলেএকটা মানুষ আর হাঁটতে পারেনা?
বলোতো কতটা আঘাত পেলেএকটা মানুষ কথ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা

এক মুঠো শান্তি

আবীর চ্যাটার্জী

14.07..21.

*****************

বলোতো কতগুলো কষ্ট

এক জায়গায় করলে

একটা মানুষ পাগল হয়ে যায়?


বলোতো কতগুলো ব্যাথা

এক জায়গায় করলে

একটা মানুষ আর হাঁটতে পারেনা?


বলোতো কতটা আঘাত পেলে

একটা মানুষ কথা বলার

ক্ষমতা হারিয়ে ফেলে?


বলতো একটা মানুষ কতটা

দুঃখ কষ্ট ব্যাথা পেলে

পাথর হয়ে যায়?


বলতো কতটা আনন্দ পেলে

একটা মানুষের দুচোখ বেয়ে

জল গড়িয়ে পরে?


জানি এর সঠিক উত্তর

আমরা কেউ দিতে পারবো না.


তবুও আমরা সমস্ত কষ্ট

দুঃখ বেদনা সহ্য করি.


রাতে কেউ ঘুমাই আবার

কেউ রাত জেগে বোসে থাকি.


সকাল হয়, সূর্য ওঠে, পাখি ডাকে

কর্ম চঞ্চল হয়ে পড়ি আমরা

কষ্ট গুলো সাময়িক সময়ের জন্য

কোথায় যেন লুকিয়ে পরে.


যখন রাত বাড়ে

সমস্ত দুঃখ কষ্ট ব্যাথা গুলো

এক এক করে সজাগ হতে থাকে

তখন হয়ে পড়ি দিশেহারা.


বাঁচতে চাই আমি বাঁচতে চাই

কিন্তু কার মত বাঁচবো

এক মুঠো শান্তি ভিক্ষা করতে

বেরিয়েছিলাম

কিন্তু কোথাও তো পেলাম না.


হায়রে মানব জীবন

শুধু ওপরের জৌলুসটাই দেখলে?

ভেতরটা যে পোড়া কাঠ কয়লা

কে রাখে তার খোঁজ.