Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সংকল্পের বৃক্ষ রোপণ কর্মসূচি

*নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....*. পশ্চিম মেদিনীপুর জেলা শালবনি ব্লকের কর্ণগড় এলাকার বলিজুড়ি ও ডাঙ্গরপাড় গ্রামের মাঝে রাস্তার ধারে বুধবার সংকল্প ফাউন্ডেশন উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত র…

 


 *নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....*. পশ্চিম মেদিনীপুর জেলা শালবনি ব্লকের কর্ণগড় এলাকার বলিজুড়ি ও ডাঙ্গরপাড় গ্রামের মাঝে রাস্তার ধারে বুধবার সংকল্প ফাউন্ডেশন উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে চলা বনমহোৎসবের প্রথম দিনেই এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।


সংকল্প ফাউন্ডেশনের এই কর্মসূচিতে অংশ নেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা, শুভানুধ্যায়ী সমাজসেবী জগন্নাথ পাত্র প্রমুখ। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিন্টু সাউ, মুক্তি গিরি, নরোত্তম দে, মণ্টু সাউ, রত্না দে, প্রতিমা রানা, নীলাঞ্জনা সাউ, দীপেশ দে, মুনমুন ঘোষ, রাকেশ দাস, অনীশ সাউ, অরিত্র দাস, সমীরণ দে প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং সবুজায়নের বার্তা দিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।