সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:ফ্ল্যাশ ব্যাককলমে: বিমান বিশ্বাসতারিখ:১৩_০৭_২০২১
বিনিদ্র ভাবনার রাশিভাষা খোঁজে বিমূর্ত অভুক্ত দুই চোখ ।
ধুলায় লুটায় মনের সঙ্গীতমহাপ্রস্থানের পথে ধেয়ে যায় শাপলা কুসুম।নীতি পঙ্গুত্বের অভিশাপে মাতে সুঢ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:ফ্ল্যাশ ব্যাক
কলমে: বিমান বিশ্বাস
তারিখ:১৩_০৭_২০২১
বিনিদ্র ভাবনার রাশি
ভাষা খোঁজে বিমূর্ত অভুক্ত দুই চোখ ।
ধুলায় লুটায় মনের সঙ্গীত
মহাপ্রস্থানের পথে ধেয়ে যায় শাপলা কুসুম।
নীতি পঙ্গুত্বের অভিশাপে মাতে সুঢোল জ্যোৎস্নার কলতান।
খেলে যায় রৌদ্র ছায়া, রুদ্র পলাশ,হরিতকির কোমল আবরণ আর
হারিয়ে যাওয়া অশ্রুজল।
প্রবাসী ঐতিহ্য আর আভিজাত্যের ছাপ এঁকে যায়
এঁকে যায় ঝিনুকের খোলকের আবরণে,
মুক্তোর আশায় থাকি বসে
চোরাবালি গায়ে মেখে সৈকতের বুকে।
খুঁজে পাই মলাট বিহীন গিরগিটির রক্তের ছাপ।
আনুকূল্য পাবার আশায় মেঘের আড়ালে হাসে মুক্তির আস্বাদ।
Copyright © All rights reserved to Biman Biswas