Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সেরা লেখনী15/07/21কবিতা-তুমি আজ তারাকলমে-জ্যোৎস্না দত্ত
সন্ধ্যার আকাশের তারা গুলোর মধ্যেরোজ তোমায় খুঁজি.আমারও খুব ইচ্ছে হয় তোমার পাশেরতারা হবার.তুমি কেন তোমার অসুখের কথা টা আমারকাছে লুকিয়ে ছিলে?যদি জানতে পারতাম,আমার সব কিছু…

 


দৈনিক সেরা লেখনী

15/07/21

কবিতা-তুমি আজ তারা

কলমে-জ্যোৎস্না দত্ত


সন্ধ্যার আকাশের তারা গুলোর মধ্যে

রোজ তোমায় খুঁজি.

আমারও খুব ইচ্ছে হয় তোমার পাশের

তারা হবার.

তুমি কেন তোমার অসুখের কথা টা আমার

কাছে লুকিয়ে ছিলে?

যদি জানতে পারতাম,আমার সব কিছু দিয়ে

তোমায় বাঁচিয়ে রাখতাম.

দরকার হলে আমি আকাশের তারা হতাম.

জানো,মাঝে মাঝেই তোমায় ছুঁতে মন চায়,

জানলা দিয়ে হাত বাড়াই তোমায় ছুঁতে, ঐ

আকাশের তারা গুলোর দিকে.

আমার শোবার ঘরের জানলা টা  কোনও

রাতেই আমি বন্ধ করি না.

হাজারো তারার মধ্যে যেটা বেশি উজ্জ্বল 

লাগে সেটা তুমি,সেটা তুমিই.

তোমায় দেখতে দেখতে কতো রাত এমনই

কাটে তার হিসেব আর রাখি না.

এখন শুধুই তোমার পাশের তারা হতে মন চায়.

তুমি ভেবেছিলে অসুখ টার কথা জানলে আমি

কষ্ট পাবো,কারোর কোন সাহায্যে পাবো না,

হয়তো আমাদের থাকবার এই ছোট্ট ঘর টাও

বিক্রি করে দিতে হবে তোমায় বাঁচিয়ে তুলতে.

তাই আমায় সুখে রাখতে গিয়ে আজ অনেক

কষ্টে রেখে গেলে.

তোমায় ছাড়া ভালো থাকা যায় না তা আমি

প্রতি মুহূর্তে অনুভব করি.

তোমার চলে যাবার আগের মুহূর্তে আমার কান্না

দেখে বলেছিলে পাগলি,আমার অসুখ টা সাড়তো না,ক্যান্সারের লাষ্ট স্টেপ এ ধরা পড়েছে.

তোমাকে কষ্ট দিতে চাই নি.

আমরা সবাই একদিন চলে যাবো.

চলে গিয়েও আমি থাকবো আকাশের তারা

হয়ে,রোজ তোমায় দেখবো বলে.

আমিও রোজ তোমায় দেখি আর ভাবি,

কবে তোমার পাশের তারা হবো.