সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : আলোর কামনায়কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ০৬ , ০৭ , ২০২১
ধর্মের নামে অনেক বিরোধের মার সয়ে ,চুপ আঁধারে নিঃশব্দে অনেক গিয়েছি ক্ষয়ে ;ঢেলেছিও অকাতরে বুকের রক্ত অঢেল ,নীরক্ত সব বেঁচে আছি--সাগর…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : আলোর কামনায়
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ০৬ , ০৭ , ২০২১
ধর্মের নামে অনেক বিরোধের মার সয়ে ,
চুপ আঁধারে নিঃশব্দে অনেক গিয়েছি ক্ষয়ে ;
ঢেলেছিও অকাতরে বুকের রক্ত অঢেল ,
নীরক্ত সব বেঁচে আছি--সাগর নিরুদ্বেল ।
সব বুঝেও তথাপি পড়ে রয়েছি জীবন্মৃত ,
প্রতিরোধে কেউ কোত্থাও না হয়ে সমুদ্যত ;
সেই অবসরে ওরাও দেখেছি সর্বস্থানে
স্বর্গের টিকিট বিকোয় অবাধে চড়া দামে ।
গল্পের বক জানি এমনই মীনবৎসে ভুলিয়ে
প্রতারণার কী খেলাটা খেলেছিল ঠকিয়ে ;
ওরাও তেমনি আঁধারে লাভের কড়ি গুছায় ,
পতঙ্গেরা মিথ্যেই মরে আলোর কামনায় ।
যজ্ঞধূমের আড়ালে কী প্রতারণা না বুঝে
জপে যাই মনে মনে অনেক অলীক সুখ ;
মিথ্যে মিথ্যে মরি মরীচিকার পিছে ছুটে ,
প্রত্যাশার লাঞ্ছনাও নীরবেই সয় বুক ।
--------------------------------------------------------------