Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন  #শিরোনাম_বাসুদেব_দরবারে#কলমে_বিশ্বজিৎ_পোদ্দার #তারিখ_৮_৭_২১
রাজদ্বার সন্নিকটস্থ নিকষ কৃষ্ণবর্ণ দরিদ্র দণ্ড হাতে,অনুত্তম কালিমাযুক্ত দুঃখী,দ্বারকার সোনালী প্রাতে।রক্ষী বদনে বিরক্তির অবকাশ,অনভ্যস্ত উদ্রেগ প্রকা…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন  

#শিরোনাম_বাসুদেব_দরবারে

#কলমে_বিশ্বজিৎ_পোদ্দার 

#তারিখ_৮_৭_২১


রাজদ্বার সন্নিকটস্থ নিকষ কৃষ্ণবর্ণ দরিদ্র দণ্ড হাতে,

অনুত্তম কালিমাযুক্ত দুঃখী,দ্বারকার সোনালী প্রাতে।

রক্ষী বদনে বিরক্তির অবকাশ,অনভ্যস্ত উদ্রেগ প্রকাশ,

বিস্ফোরিত অক্ষি চাক্ষুষে মগ্ন,মিত্রের নগরীর বিকাশ।প্রহেলিকার প্রহর বেগবান,বাসুদেবের চঞ্চল মেঘলা মন,

রুক্মিণী দাসী আহার নিবেদনে,অস্থির চিত্তে পদ চলন।

সেনাপতি সাত্যকি রাজদ্বারে,ব্রাহ্মণের প্রতি দৃষ্টি জ্ঞাপন,

দীন বাল্যসাথীর দরবারে,সন্দিগ্ধ সাত্যকির  অবলোকন।

সিক্ত আঁখিতে ব্রহ্মদেবতা,দয়াশীল দ্বারপাল রাজ স্থানে,

বর্ণনাতে উথলে অশ্রু,দ্বারকাধীশ ধাবমান নগর পানে।


সখা বিরহে হৃদ মাঝারে, মুক্ত রাজপদে ইষ্টক বিঁধে,

মলিন বসনে লজ্জিত সুদামা,সজল নয়নে সখা সাধে।

আলিঙ্গনে বদ্ধ মিত্র পরম,নগরবাসী সব ধন্য রবে,

রাজবেশ বাল্য সখা বন্ধনে,দ্বারকা সাজে আম্রপল্লবে।

রাজরথে রাজপ্রাসাদে গমন,প্রিয় সুদামা রাজদরবারে,

নিজ সিংহাসনে মিত্র বিরাজে,দ্বারকা ডুবে প্রেমসাগরে।

অশ্রু বিধৌত পদযুগল, বাসুদেব নিমগ্ন সখা পদ প্রান্তে,

ত্রি মুষ্টি অন্ন কৃষ্ণের তরে, সহাস্যে স্নেহময় নিবিষ্ট অন্তে।

রাজ মুকুট নত মিত্র স্থলে,হে বাসুদেব সত্যই করুণাসিন্ধু,

সুদামা কৃষ্ণ অমর লীলা,প্রাণের সখা প্রিয় দীনের বন্ধু।