সৃষ্টি সাহিত্য যাপনঅণু কবিতা - বৃদ্ধাশ্রমকলমচি - সঙ্গীতা চন্দ্র রায়তারিখ - ০৮.০৭.২০২১
আজও তোমার নয়ন জলে সব হারানোর কথা,স্মৃতি শুধুই আগলে বুকে নীরব মনের ব্যথা।চার দেওয়ালে বন্দী মা সে অশ্রু সজল আঁখি,আপন ঘরে নেইকো ঠাঁই লজ্জাতে মুখ ঢা…
সৃষ্টি সাহিত্য যাপন
অণু কবিতা - বৃদ্ধাশ্রম
কলমচি - সঙ্গীতা চন্দ্র রায়
তারিখ - ০৮.০৭.২০২১
আজও তোমার নয়ন জলে সব হারানোর কথা,
স্মৃতি শুধুই আগলে বুকে নীরব মনের ব্যথা।
চার দেওয়ালে বন্দী মা সে অশ্রু সজল আঁখি,
আপন ঘরে নেইকো ঠাঁই লজ্জাতে মুখ ঢাকি।
মা আজও উদাস চোখে সেই আশাতেই থাকে,
খোকা বুঝি ফিরবে আবার এই পথেরই বাঁকে।
আজও আমার মায়েরা সব নীরবে জল ফেলে,
কষ্ট বুকে জমিয়ে রেখে দিনগুলো যায় চলে।