#সৃষ্টি_সাহিত্য_যাপন শিরোনাম- কোনটা ঠিক!কবি- অসীম মজুমদারতারিখ - ০৮/০৭/২০২১
তোমরা শেখাও সত্যি বলতেমিথ্যে মোটেই বলতে নেই,বাড়ি বসে ফোনে বলেন বাবাবহুদূর গেছেন দরকারেই।
তোমরা শেখাও সাবধান হতেকোন কিছুই ভাঙতে নেই,ঠাম্মা-ঠাকুর্দা আলাদা ব…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
শিরোনাম- কোনটা ঠিক!
কবি- অসীম মজুমদার
তারিখ - ০৮/০৭/২০২১
তোমরা শেখাও সত্যি বলতে
মিথ্যে মোটেই বলতে নেই,
বাড়ি বসে ফোনে বলেন বাবা
বহুদূর গেছেন দরকারেই।
তোমরা শেখাও সাবধান হতে
কোন কিছুই ভাঙতে নেই,
ঠাম্মা-ঠাকুর্দা আলাদা বাড়িতে
পরিবার ভেঙে শাস্তি নেই।
তোমরা শেখাও গাছ বাঁচাতে
সবুজ বন্ধুর খুব দরকার,
রাস্তা বানাতে তোমরাই কাটো
পুড়িয়ে করো ছাড়খাড়।
তোমরা শেখাও ছেলে-মেয়ে সমান
ভালোবাসো বেশি আমাকেই,
দিদির সব কাজে অবহেলা করো
সমান অধিকার, তার কি নেই!
তোমরা শেখাও থাকতে মিলে
বন্ধু ডিসুজা হোক বা রফিক,
জাত-ধর্ম নিয়ে লড়তে থাকো
বড়রাই জানো, কোনটা ঠিক!