দুষ্টু ছেলে কমলেন্দু সরকারতাং ইং ৮/৭/২০২১দুষ্টুরা এগিয়ে আসে বিপদে,ওরা পয়না ভয়।যতোই আসুক বিঘ্ন বিপদ,হোকনা প্রাণ সংশয়।
ওদের নামে দিওনা অপবাদ,বিপদে সবার আগে,সাহায্যের হাত রয় প্রশস্ত,কার জন্যে কি লাগে।
দেশের সেবায় দশের সেবায়,…
দুষ্টু ছেলে
কমলেন্দু সরকার
তাং ইং ৮/৭/২০২১
দুষ্টুরা এগিয়ে আসে বিপদে,
ওরা পয়না ভয়।
যতোই আসুক বিঘ্ন বিপদ,
হোকনা প্রাণ সংশয়।
ওদের নামে দিওনা অপবাদ,
বিপদে সবার আগে,
সাহায্যের হাত রয় প্রশস্ত,
কার জন্যে কি লাগে।
দেশের সেবায় দশের সেবায়,
প্রাণ গিয়েছে যতো।
এদের সংখ্যা সবার আগে,
হিসাবে শত, শত।
দুর্জয় দুর্গম গিরি লঙ্ঘিতে,
নির্ভিক সবল প্রাণ।
সিন্ধু ভেদে রত্ন আনতে,
এরা বলিষ্ঠ জোয়ান।
দেশ বিদেশে সমাজ পরিবর্তনে,
এরাই সামনের সারিতে,
করেনি ভালো মন্দের হিসাব,
দিয়েছে রক্ত বুক পেতে।
অদম্য সাহস সরল বিশ্বাসে,
সকলকে করতে আপন,
কুচক্রীদের ফাঁদা পাতে পড়ে ,
অকালে ঝড়ে জীবন।
যতোই হওনা দুষ্ট তোমরা,
সমাজ সেবক বটে।
তোমাদের নিন্দুকরা যাখুশি বলুক,
কে আসে জীবন সংকটে?