নিজস্ব সংবাদদাতা, তমলুক: করোনা ভ্যাকসিনের কালোবাজারির প্রতিবাদে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে বিজেপির তমলুক নগর মন্ডল এর উদ্যোগে প্রায় ঘন্টাখানেক ধরে অবস্থ…
নিজস্ব সংবাদদাতা, তমলুক: করোনা ভ্যাকসিনের কালোবাজারির প্রতিবাদে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে বিজেপির তমলুক নগর মন্ডল এর উদ্যোগে প্রায় ঘন্টাখানেক ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে। সেখানেই তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক এবং হলদিয়া বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের নেতৃত্বের উপস্থিতিতে ভ্যাকসিনের স্বচ্ছতা এবং কালোবাজারি মুক্ত করে এলাকার সকল মানুষকে ভ্যাকসিন দেওয়ার দাবিতে সোচ্চার হোন বিজেপির নেতা কর্মীরা। পাশাপাশি ওই একই দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী বিভাস রায় এর নিকট একটি স্মারকলিপি জমা দেন বিজেপি নেতারা।