Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আই এম এ-এর মেদিনীপুর শাখার উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.......বৃহস্পতিবার চিকিৎসক দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন মেদিনীপুর শাখার উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজ অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবির শুরুতে ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতি মাল্যদান ও পুষ্…

 


 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.......বৃহস্পতিবার চিকিৎসক দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন মেদিনীপুর শাখার উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজ অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবির শুরুতে ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতি মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৩৯ জন রক্তদান করেন। এদিনের শিবিরে বিশেষ সম্মাননা জানানো হয় নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার নব নিযুক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর সারেঙ্গীকে।


 এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কূন্ডু,এম এস ভিপি তন্ময় পাঁজা,আই এম এ-এর মেদিনীপুর শাখার সম্পাদক ডাঃ কৃপাসিন্ধু গাঁতাইত, সভাপতি ডাঃ টি পি ঘোষ, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডাঃ সৌম্যশংকর সারেঙ্গী প্রমুখ।

প্রমুখ। পাশাপাশি এদিন  এসোসিয়েশন অফ ফিজিসিয়ান অফ ইন্ডিয়ার তরফ থেকে মেদিনীপুর হাসপাতালের ১৫ জন চিকিৎসককে কোভিড যোদ্ধা হিসেবে সম্মানিত করা হয়।এই পনের জন চিকিৎসক হলেন ডাঃ কলিমুজ্জামান মোল্লা,ডাঃ সুকান্ত দত্ত, ডাঃ অভিজিৎ মিশ্র,ডাঃ রতন হালদার,ডাঃ মাভুরী বিশাল,ডাঃ অভিষেক গুপ্তা,ডাঃ তপেন্দু মান্না,ডাঃ সুমেশ পিএম, ডাঃ সুমিত রায়,ডাঃ জাহির আব্বাস,ডাঃ সিং ধীরেন্দ্র তেজপ্রতাপ, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল,ডাঃ নবোদয় মজুমদার,ডাঃ সুমিত রায়,ডাঃ দেবাশীষ গন্ড। কোডিড যোদ্ধা সম্মানে সম্মানিত চিকিৎসকদের পক্ষে চিকিৎসক ডাঃ কলিমুজ্জামান বলেন,এই সম্মান চিকিৎসার কাজে তাঁদের আরোও বেশি করে উৎসাহিত করবে।