Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৌশিক মন্ডল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিলদায় রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা শিলদা,ঝাড়গ্রাম মেদিনীপুর.:..করোনা আবহে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ঝড়গ্রাম জেলার শিলদার স্বেচ্ছাসেবী সংগঠন কৌশিক মন্ডল মেমোরিয়া…



নিজস্ব সংবাদদাতা শিলদা,ঝাড়গ্রাম মেদিনীপুর.:..করোনা আবহে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ঝড়গ্রাম জেলার শিলদার স্বেচ্ছাসেবী সংগঠন কৌশিক মন্ডল মেমোরিয়াল ট্রাস্ট। বুধবার সংগঠনের উদ্যোগে শিলদা শিবশক্তি ক্লাবের সহযোগিতায় শিবশক্তি ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে ছয় জন মহিলা সহ মোট তিরিশজন রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলদা শিবশক্তি সংঘের সভাপতি দীপু হালদার , শিক্ষক ভবেশ মাহাতো মহাশয়,প্রয়াত কৌশিক মণ্ডলে বাবা ছবিনাথ মণ্ডল,আয়োজক ট্রাস্টের সম্পাদক শিক্ষক অরিজিৎ দাস ও সভাপতি সুমন সেনসহ ট্রাস্টের অন্যান্য সদস্যরা।এদিনের শিবিরে রক্তসংগ্রহ করেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় জন্য ট্রাস্টের পক্ষে সম্পাদক অরিজিৎ দাস ও সভাপতি সুমন সেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ্য বছর পাঁচেক আগে এই এলাকার কৃতি ছাত্র প্রতিশ্রুতিমান যুবক কৌশিক মন্ডল পথ দুর্ঘটনায় মারা যান।তাঁর বন্ধুরা ও শুভানুধ্যায়ীরা তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এই ট্রাস্ট গড়ে তুলেছেন।