নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর*.....করোনা আবহে ও ইয়াশ পরবর্তী পরিস্থিতির মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো কলকাতার স্বনামধন্য সমাজসেবী সংগঠন শ্রী শ্বেতাম্বর স্থানকবাসী জৈন সভা।
রবিবার এই দুঃসময়ে পূর্ব মেদিনীপুর জেলার ক…
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর*.....করোনা আবহে ও ইয়াশ পরবর্তী পরিস্থিতির মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো কলকাতার স্বনামধন্য সমাজসেবী সংগঠন শ্রী শ্বেতাম্বর স্থানকবাসী জৈন সভা।
রবিবার এই দুঃসময়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে ৭০টি ও পাঁশকুড়ায় ১৫০ টি করোনা আক্রান্ত ও লকডাউনে কাজ হারানো বিপন্ন পরিবারের হাতে দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দিয়ে পাশে দাঁড়ালো জৈনসভা। সংগঠনের কোঅর্ডিনেটর গৌতম বোস জানান, জৈনসভার উদ্যোগে এবং কোলাঘাটের সংকেত ও পাঁশকুড়ার নারান্দার বিনয় বাদল দীনেশ সংঘের ব্যবস্থাপনায় অসহায় পরিবার গুলির পাশে দাঁড়াতে পেরে তাঁরা খুশি।
গৌতমবাবু আরও জানান,
মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে সুভাষ জানা,মনিকাঞ্চন রায় ও অরিন্দম দাস এদিনের এই ত্রান বিতরণ শিবির দুটিতে দুটিতে উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।এই দুটি কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় জন্য সংশ্লিষ্ট সবাইকে জৈন সভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।